Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আটক ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত রাজদীপ! করতে হল হাজতবাস

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে আটক হন বাংলা বিনোদন জগতের অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নাম রাজদীপ। তার এমন কীর্তিতে স্বভাবতই তুমুল চর্চা টলিপাড়ায়। জানা গেছে শুধু আটক হয়েছেন তাই না, গোটা এক রাত শ্রীঘরে কেটেছে তাঁর। এক রাত জেলে কাটিয়ে পরদিন সকালে অবশ্য তিনি জেল থেকে ছাড়া পান বলে সূত্র অনুযায়ী খবর।

সংবাদ মাধ‍্যম সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাত্রিবেলা ইন্ডাস্ট্রির আরো কয়েকজন বন্ধুবান্ধবদের সঙ্গে অভিনেতা একটি পার্টিতে গিয়েছিলেন। বিনোদন জগতের সেই পার্টিতে টলি ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখই উপস্থিত ছিলেন। জানা গেছে ওই পার্টিতে মদ‍্যপান করেন রাজদীপ। আর মদ্যপ অবস্থাতেই পার্টি থেকে বেরিয়ে রাতে গাড়ি নিজেই চালিয়ে বেরিয়ে পড়েন তিনি। যা ট্রাফিক আইন অনুযায়ী একেবারেই ঠিক নয়।

জানা গেছে রাস্তায় তাঁর পথ আটকায় পুলিশ। আইন না মেনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে রাজদীপ কে আটক করে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়। অভিনেতার পুরো রাত সেখানেই কাটে জানা গিয়েছে। পরদিন সকালে অবশ্য হাজত থেকে ছাড়া পান ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত অভিনেতা। ঘটনার পরে রাজদীপ অবশ্য এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

প্রসঙ্গত বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় মুখ রাজদীপ গুপ্ত। অনেক টেলিভিশন এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। বাংলা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ এর কারণে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। হইচই তেও বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাজদীপ। শেষবার হইচই তেই ‘উত্তরণ’ ওয়েব সিরিজে তাঁকে মুখ‍্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। উত্তরণে ‘অভি’-র চরিত্রে অভিনয় করছেন রাজদীপ গুপ্ত।

Related posts

মদ কিনতে গেলে দেখাতে হবে করোনা টিকার সার্টিফিকেট! প্রশাসনের নয়া নিয়মে চিন্তায় সুরাপ্রেমীরা

News Desk

গুড়িয়া থেকে রুদ্রাক্ষ! ৮ ঘণ্টার সময়ের ব্যবধানে বিহারের এই নারী রূপান্তরিত হল পুরুষে

News Desk

বন্যায় তলিয়েছে ঘরবাড়ি, নদীবাঁধে ত্রাণ শিবিরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমানের শতায়ু বৃদ্ধা

News Desk