Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

হাঙরের শরীরে শূকরের মুখ! ইটালির সমুদ্র সৈকতে দেখা পাওয়া গেল অদ্ভূত দর্শন এই প্রাণীর

ইতালির সমুদ্রসৈকতে হঠাৎই দেখা মিলল এক অদ্ভুত দর্শন প্রাণীর। এমন প্রাণী দেখছে আগে কেউ এমন খুব একটা শোনা যায়না। হয়ত গভীর সমুদ্র থেকে পাড়ে উঠে এসেছে সেই অদ্ভুত দর্শন প্রাণীটি। প্রানীটি যদিও হাঙ্গর গোত্রের কিন্তু তার আবার একেবারে মুখ শুয়োরের মতো। ইতালির সমুদ্রসৈকতে এমন শুয়োরমুখো হাঙ্গরের ছবি বেশ ভাইরাল হয়েছে। এমন অদ্ভুত দর্শন প্রাণীটি ইটালির এলবা দ্বীপের ডারসেনা মেডিসিয়ার সৈকত অঞ্চলে ধরা পড়েছে।

অন্যান্য দিনের মতোই সেই ইতালির ওই সমুদ্রে টহল দিতে বেরিয়েছিলেন সেদেশের নৌ-বাহিনীর সেনা জওয়ানরা। আচমকাই তাদের চোখে পড়ে এই বিরল দর্শন প্রাণীটি। প্রথমে তারা সেটিকে সমুদ্র সৈকতে নিয়ে আসার কথা ভাবে। বিহদাকৃতি শরীরের এই শুয়োরমুখো প্রাণীটিকে সমুদ্র সৈকতে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ ছিল। তবে নৌ-বাহিনীর সেনারা বহু কসরতের পর তাকে ডাঙায় আনতে সক্ষম হয়। স্থানীয়দের মানুষরাও এই কাজে তাদের সাহায্য করে। এই অদ্ভূত-দর্শন প্রাণীটিকে সমুদ্র সৈকতে নিয়ে আসেন তাঁরা।

সৈকতে শুয়োরমুখো হাঙ্গরটিকে দেখতে বিশাল ভিড় জমে যায়। অনেকেই দাড়িয়ে পরে ছবি তুলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে ছবিগুলি। ছবিগুলিতে দেখা যাচ্ছে অদ্ভুত এই প্রাণীর মাথাটি পুরোপুরি শূকরের মতো দেখতে। প্রাণীটির চোখের কাছে রয়েছে হালকা লালচে আভা। দেহ ধূসর বর্ণ। প্রাণীটির পিঠে আবার রয়েছে একটি বড় কুঁজ। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ এই অদ্ভুত দর্শন প্রাণীর ছবি সকলের মধ্যে কৌতূহল উদ্রেক করছে। সোশ্যাল মিডিয়া ইউজাররা এই প্রাণীর নাম রেখেছেন পিগ ফেসড শার্ক। অনেকে আবার মনে করছেন এই আজব দেখতে প্রাণীটি আসলে বিরল অ্যাঙ্গুলার রাফশার্ক। কিন্তু সাধারন ভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেইশ হাজার ফুট নিচে থাকে এই সামুদ্রিক প্রাণীগুলি। ডাঙার কাছাকাছি এই প্রাণীগুলিকে আসতে দেখা যায়ই না। অবশ্য আশেপাশের লোকেরা বলছে মাঝে মাঝে এটিকে ভেসে উঠতে দেখা যায়। নৌ সেনার জওয়ানরা এই প্রাণীটিকে অফিসে নিয়ে এসে সেটিকে পরীক্ষা নিরীক্ষার পর আবার সমুদ্রে ছেড়ে দিয়ে এসেছে। তবে ডাঙার থেকে শত মাইল দূরে গভীর জলের এই হাঙর কীসের কারণে সমুদ্রের উপর ভেসে ওঠে, তা নিয়েই এখন সবার মনে প্রশ্ন।

Related posts

ব্রিটিশ রাজপরিবারে একটি যুগের অবসান, রানী দ্বিতীয় এলিজাবেথের পর কে বসবেন সিংহাসনে?

News Desk

২৩ বছর বয়সেই এই মেয়ের হাতে এত চাকরি! এখনও অবধি ২২ জায়গা থেকে ইস্তফা দিয়েছেন!

News Desk

‘আমায় মনীষা চলে যেতে বাধ্য করলো..’ প্রেমিকার কথা লিখে বিষ খেলো বিবাহিত যুবক

News Desk