Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এক যুবক রাজমা ঢুকিয়েছিলেন নিজের গোপনাঙ্গে, কারন যৌনসুখ পেতে চেয়েছিলেন, এতেই যত বিপত্তি !

এই যুবক নিজের প্রাণটি হারিয়ে ফেলতেন বেঘোরে। যৌনতৃপ্তি পেতে চেয়েছিলেন মিশিগানের (Michigan) বাসিন্দা নিজের গোপনাঙ্গে রাজমা ঢুকিয়ে। যৌনতৃপ্তি তো দূর এঁর বদলে হাসপাতালে ছুটতে হল তাঁকে। অস্ত্রোপচার করে ছ’টি রাজমার দানা যৌনাঙ্গ থেকে বের করা হল।
গোপন রাখা হয়েছে যুবকের নাম। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে পুরো বিষয়টি গোপন করে গিয়েছিলেন ৩০ বছরের যুবক হাসপাতালে। স্প্যারো হাসপাতালে (Sparrow Hospital) গিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর মূত্রত্যাগ করতে সমস্যা হচ্ছে। আর প্রবল ব্যথা অনুভব করছেন যৌনাঙ্গে। এক্স-রে করার পরামর্শ দেওয়া হয় সেই অনুযায়ীই। চিকিৎসক রিপোর্ট হাতে পেতেই হতবাক হয়ে যান। দেখেন, ছ’টি রাজমার দানা রয়েছে যুবকের যৌনাঙ্গে।

এই ঘটনা ঘটল কীভাবে? যুবকের সেই সময় এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাঁকে অপারেশন টেবিলে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয় প্রত্যেকটি রাজমার দানা। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে যুবকের বলে জানা গিয়েছে।

তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় যুবকের পরিস্থিতি একটু ঠিক হওয়ার পরই। কী করে, এমন কাণ্ড কেনইবা তিনি ঘটালেন? সেই প্রশ্ন করা হয়। মিশিগানের বাসিন্দা চিকিৎসকের প্রশ্নের উত্তরে জানান, নিছক কৌতূহলের বসেই এই কাণ্ড তিনি ঘটিয়েছিলেন। যৌনসুখ নতুন কোনও পদ্ধতির মাধ্যমে পাওয়া যায় কিনা, তা দেখতে চেয়েছিলেন। ভেবেছিলেন, রাজমার দানা যৌনাঙ্গে ঢুকিয়ে অনায়াসে তা বের করে নিতে পারবেন। চিমটে জাতীয় বস্তু দিয়ে চেষ্টা করেছিলেন তা করারও। কিন্তু ব্যর্থ হন। এদিকে প্রবল কষ্ট পাচ্ছিলেন ব্যথায়। সেই কারণেই দ্বারস্থ হন হাসপাতালের। শোনা গিয়েছে, যুবককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি গোপনীয়তা বজায় রাখতে।

Related posts

কিছুটা স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমনে, যদিও চিন্তা ধরাচ্ছে সুস্থতার হার

News Desk

দেহ মাছের মত কিন্তু মুখ কুমিরের মত। অদ্ভুত দর্শন মাছ ধরা পড়ল ধানবাদের মৎস্যজীবীদের জালে

News Desk

২০ বছর আগে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছেছিলেন পাকিস্তানে! কিভাবে ঘটলো এমন ঘটনা

News Desk