Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সহপাঠীদের পাকিস্তানপন্থী স্লোগানে আপত্তি! কাশ্মীরে তরুণী ডাক্তারি পড়ুয়াকে প্রাণনাশের হুমকি

পাকিস্তানের জয় উল্লাসের বিরোধিতা করায় ডাক্তারি পড়ুয়াকে প্রাণে মারার হুমকি। রবিবার ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ চলাকালীন পাকিস্তানের হয়ে জয়ধ্বনি দেওয়া ও পাকিস্তানের (Pakistan) জয়ে উদযাপন করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে কাশ্মীরি (Kashmir) মেডিক্যাল পড়ুয়া তরুণীদের বিরুদ্ধে। এবার সহপাঠীদের পাকিস্তানের জয়ধ্বনি দেওয়ার প্রতিবাদ করায় খুনের হুমকির মুখে পড়লেন এক ডাক্তারি পড়ুয়া তরুণী।

ওই তরুণীর নাম অনন্যা জামওয়াল। আবদুল্লা গাজি নামের এক টুইটেরাত্তি তাঁকে ‘কালপ্রিট’, ‘আরএসএস’ ও ‘পুলিশের চর’ বলে তোপ দেগে দাবি করেছেন, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অনন্যার দাবি, এরপরই সোশ্যাল মিডিয়ায় নানা হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকী খুনের হুমকিও দেওয়া হচ্ছে। ওই তরুণী টুইটারে লিখেছেন, ”যারা পাকিস্তানের জয়ে উল্লাস করেছিল আমি তাদের বিরোধিতা করেছিলাম। এরপর থেকেই আমাকে নানা ভাবে উত্যক্ত করা হচ্ছে। আমি কাউকেই ধরিয়ে দিইনি এবং আমি পুলিশের চরও নই। ওরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে।”

এদিকে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট তথা ইউএলএফের তরফেও যাঁরা ওই ছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁদের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অভিযোগকারীদের ‘অ-স্থানীয়’ তথা বহিরাগত বলেও দেগে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রবিবার বিশ্বকাপের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। সেই সময়ই একটি ভিডিও ভাইরাল হয়। তাতে শ্রীনগরের মেডিক্যাল কলেজ ও শ্রী কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের গার্লস হস্টেলে পড়ুয়া তরুণীদের দেখা গিয়েছে পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত হয়ে উঠতে। ভিডিওয় তাঁদের পাকিস্তানের জয়ধ্বনি দিতে দেখা গিয়েছে। ওই তরুণীদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Related posts

১৭ বার তোপধ্বনিতে শেষকৃত্য সম্পন্ন দেশের প্রথম CDS জেনারেলের! সামিল হল ৮০০ সেনা

News Desk

ঝড়ের গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় উড়ে যাচ্ছে একের পর এক বাইক! হারহিম করা ভিডিও

News Desk

ব্যাক্তিগত সম্পর্ক থেকে রাজনৈতিক , নুসরত জাহান সম্পর্কে এই ঘটনাগুলি জানেন কি!

News Desk