Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দীপাবলির আসার আগে ঘরবাড়ী পরিষ্কার করার রীতি প্রচলিত ? জেনে নিন এর সুফল

পুজোর আগে আমরা প্রত্যেকেই বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করি। বিশেষত দীপাবলির আগে বাড়ি পরিষ্কার করা হয়ে থাকে সবচেয়ে বেশি। এ সময় বাড়িতে রাখা সমস্ত পুরনো, ভাঙাচোরা বস্তু ফেলে দেওয়া হয়, আবার ঘরদোর ধোঁয়া মোছাও হয় জোর কদমে। কিন্তু পুজো পার্বনের আগে কেন বাড়ি পরিষ্কার করা হয়, তা কী জানেন?

লক্ষ্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন

যে পরিবারে পরিচ্ছন্নতা ও শান্তি বিরাজ করে, সেখানেই লক্ষ্মীর বাস হয়। তাই অনেকেই বছরে একবার ঘর রঙ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করান। পরিবারে সমৃদ্ধির জন্য অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিত। লক্ষ্মীকে আমন্ত্রণ জানানোর আগে পুরনো ও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেওয়া উচিত। এর ফলে আর্থিক উন্নতি লাভ সম্ভব হয়।

বাস্তু দোষ দূর হয়

বছরে এক বা দুবার ঘর পরিষ্কার করলে এবং ভাঙাচোরা স্থান মেরামত করলে বাস্তুদোষ দূর হয়।

নেতিবাচক শক্তি দূর করার জন্য

ঘর পরিষ্কার ও রঙ করালে নেতিবাচক এবং অশুভ শক্তি বাইরে বেরিয়ে যায়। এর ফলে বাড়িতে শুভ ও ইতিবাচক শক্তির বিস্তার বৃদ্ধি পায়। বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার করে, সেখানে প্রদীপ জ্বালালে শুভ শক্তির আগমন ঘটে। শুভ লক্ষণ যুক্ত প্রবেশদ্বার লক্ষ্মী ও অন্যান্য দেবী-দেবতাদের আমন্ত্রণ জানাতে সাহায্য করে।

ঈশান দোষ দূর হয়

বাস্তু অনুযায়ী ঈশান অর্থাৎ উত্তর-পূর্ব দিকে অবস্থিত ঠাকুরঘর সর্বোৎকৃষ্ট। উৎসবের সময় এই দিকের বা পূর্ব-মধ্য অথবা উত্তর-মধ্যের কক্ষে পুজো করা উচিত। পুজোর সময় পূর্ব বা পশ্চিমমুখী থাকুন। অন্য দিকে মুখ করে পুজো করবেন না। ঈশান দোষ থেকে ঘর মুক্ত থাকলে সমস্ত দেবী-দেবতা প্রসন্ন থাকেন। তাই ঈষান কোণ সবসময় পরিষ্কার রাখার কথা বলা হয়।

Related posts

গতকালের তুলনায় ভারতে আবারও সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ , জানালো রিপোর্ট

News Desk

স্কুলে যেতে রাজি করাতে চকোলেট দিয়েছিল বাবা-মা! সেই চকোলেটই যেভাবে প্রাণ কাড়লো শিশুর

News Desk

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর ‘মিম’! গ্রেফতার নদীয়ার ইউটিউবার

News Desk