Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়ের করার পরেই দম্পতিরা পড়েন সেক্স বিষয়ক নানা সমস্যায়? সমীক্ষায় উঠে এল তথ্য

বিয়ের আগে বিয়ের পরবর্তী যৌনজীবন নিয়ে কমবেশি উত্তেজনা, জল্পনা কল্পনা থাকে সব দম্পতির মধ্যেই। কিন্তু বিয়ের পর অনেকেই খেয়াল করেন বাস্তবটা বেশ অন্যরকম। বিয়ের হাজার রীতি নীতি, নিয়ম-কানুন, হানিমুন পর্ব মিটলেই বেশিরভাগ দম্পতিরই হঠাৎ মনে হয় সেক্স লাইফ বুঝি ঠিক ভাবে চলছে না। জীবন একেবারে পাল্টে গেছে। বিয়ের আগে অনেকেই মনে মনে ভাবেন পুরো দিনের সুযোগ পাওয়া যাবে শারীরিক ঘনিষ্ঠতার, যৌন মেলামেশার। কিন্তু বাস্তব মোটেও তেমন নয়। নতুন করে সংসারের বহু কাজ। নতুন দায় দায়িত্ব। রান্না বান্না, কাজ কর্ম ইত্যাদি আরো সংসারের কত খুঁটিনাটি। সব মিলিয়ে যেন হাপিয়ে যায় নব দম্পতি। জীবন যেন জেরবার। সব ঝক্কি সামলে যেন আর সেক্স সেই ভাবে জমে না। ফলে নানা ঝামেলা লেগে যায় দম্পতির মধ্যে। বাড়তে থাকে মনোমালিন্য। শেষ পর্যন্ত মনোবিদ, কাউন্সিলারের দ্বারস্থ হন অনেকেই। সেই মনোবিদের সমীক্ষা থেকে বেশ কয়েকটি সেক্স সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরা হল যা নবদম্পতিরা প্রায়ই করেই থাকেন-

সময় নিয়ে সমস্যা:

বিয়ের পরই নবদম্পতিদের সকলের মুখেই প্রায় এক কথা- একদম সময় পাচ্ছি না। এদিকে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, ইত্যাদি সকলেই ভাবছেন হয়ত নব দম্পতিরা নিজেদের মধ্যেই মশগুল। কিন্তু নবদম্পতিরাই একমাত্র বোঝেন, ব্যাপারটা কতটা বিরক্তিদায়ক। বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা সবেমাত্র বিয়ে করেছেন তাঁদের জন্য সবথেকে ভালো ছুটির দিনে সেক্স। এতে সম্পর্ক মজবুত হয়। আর সেক্স, চুমু, স্পর্শ, মৌখিক সেক্স ইত্যাদি তো চলতেই পারে। আর তাই সেক্সের ক্ষেত্রে অবশ্যই নিজেদের সময় দিন।

অতি ব্যস্ততার কারণে সেক্স থেকে সরে আসবেন না:

সকলেই নিজের নিজের জীবনে ব্যাস্ত। দোকান, বাজার, রান্না বান্না, চাকরি ইত্যাদি সবই চলতে থাকে রুটিন মাফিক। কিন্তু সেক্সের জন্য কি আমরা কোনো সময় রাখি? তাই সেখান থেকেই এত সমস্যা। প্রতিদিনের নানা ব্যস্ততা আর ঘড়ি মেপে চলা জীবনে সেক্সও কেও তালিকা ভুক্ত করুন। একটা দিন নিজের নির্ধারিত কাজ সময়ের মধ্যেই শেষ করবেন শুধু নিজেদের সঙ্গীকে সময় দিন। ফোর প্লে থেকে সেক্স সবটাই চলুক।

জল্পনা:

যৌনতা নিয়ে অনেক রকম আকাশ কুসুম, ইনফাচুয়েশন করতেই পারেন, কিন্তু এমন কিছু পরিকল্পনা করবন না বাস্তবে হয়না। মনে রাখবেন নীলছবি আর বাস্তব জীবন দুটি কখনই এক নয়। সুস্থ, স্বাভাবিক যৌন জীবন এর প্রতি খেয়াল রাখুন। নিজেদের মধ্যেকার সম্পর্কে যাতে শীতলতা না আসে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে।

Related posts

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখে প্রৌঢ়, প্রাণ বাঁচাল রেলের ‘মহিলা RPF টিম’

News Desk

করোনা কে হারিয়েও শেষ রক্ষা হল না, প্রয়াত অরিজিৎ সিংহের মা

News Desk

ডিভোর্সি পাত্রী চাই, ভুয়ো নাম পরিচয় সহ বিজ্ঞাপন দিয়ে কোটি টাকার হাতিয়ে নিল ব্যাক্তি

News Desk