কথায় বলে মানুষের নানা শখ। তাজমহল হোক, কি আইফেল টাওয়ার ইত্যাদি নানা স্থাপত্যের ছোটো মডেল মানুষ শখে নিজের বাড়িতে রাখেন। আবার অনেক মানুষ বন্দুকের শখও রাখেন। কিছু মানুষ আছেন যারা সুরক্ষার জন্য নিজেদের কাছে বন্দুক রাখেন, আবার অনেক মানুষ শখেও বন্দুক রাখেন। আবার অনেকে বন্দুক না রাখলেও ছবিতে হোক কি টিভির পর্দায় বন্দুক নিশ্চয় দেখেছেন৷ রিভালভরের (Revolver) ডিজাইনও বিভিন্নরকম হয়৷ কিন্তু যদি এমন বন্দুক হয় যাতে আসল গুলিও চলে। আবার চাইলেই তালুবন্দী করে ফেলা যায়। ভাবছেন মডেল বন্দুক। একদমই নয়। এক্কেবারে সত্যিকারের গুলি চলে এই বন্দুক থেকে। প্রকাশ্যে এল পৃথিবীর সবচেয়ে ছোট আসল রিভলভার (World’s Smallest Working Revolver)৷ যা দেখলে আপনি আশ্চর্য হতে বাধ্য।
দুনিয়ার সবচেয়ে ছোট বন্দুক তৈরী করে তাক লাগিয়ে দিয়েছেন প্রস্তুতকারকরা। এই রিভলভারের নাম সুইস মিনি গান (Swiss Mini Gun)। দুনিয়ার সবচেয়ে ছোট এই রিভলভার আকার এতটা ছোট হলেও এটা আসল বন্দুকের কাজই করে৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তোলা এই বন্দুকের উচ্চতা ৫.৫ সেন্টিমিটার, আবার ৩.৫ সেন্টিমিটার উঁচু আর মাত্র ১ সেন্টিমিটার চওড়া৷ এই রিভলভারটির ওজন মাত্র ১৯.৮ গ্রাম৷ এই বন্দুক নিজের মুঠির মধ্যে লুকিয়ে ফেলা কোনও কঠিন ব্যাপার নয়৷ এই বন্দুক দিয়ে গুলি চালানো যায় বলে এটির আমদানি আমেরিকা ও ব্রিটেনে নিষিদ্ধ৷ একদম ছোট্ট এই বন্দুকের সব কারিকুরি একেবারে বড় বন্দুকের মতোই৷ এই বন্দুক নির্মাণের জন্য সুইস ওয়াচ মেকিং এবং জুয়েলারি ইন্ডাস্ট্রির সাহায্য নেওয়া হয়েছে৷
খুদে এই রিভলভারটির C1ST স্টেনলেস স্টিল মডেল এবং বেশ সুন্দর ডিজাইনের লেদার খাপ পাওয়া যায়৷ এরইসঙ্গে ২৪ লাইভ এবং ২৪ ব্ল্যাক কার্টিজও মেলে গুলি চালানোর জন্য৷ বন্দুকটি একটি চাবির রিংয়ের মত রিংয়ের সাহায্যে বেল্টে আটকানো যেতে পারে৷ ভাবছেন ছোট বলে এর দাম কম, একবারেই না। এই ছোট্ট রিভলভারের দাম ৫ লক্ষ টাকা৷ তবে সম্পূর্ন সোনার তৈরী আরেকটি বন্দুকও বানিয়েছে প্রস্তুতকারী সংস্থা। এই বন্দুকের ক্ষমতা ১ জুলের থেকে কম৷
এই বন্দুক নির্মাণকারীরা জানিয়েছেন এই বন্দুক বানানো ভীষণ কঠিন কাজ৷ এই বন্দুক ব্যাবহার করে শরীরের সবচেয়ে নরম অংশের একদম নিকটে গিয়ে একেবারে বন্দুক চালান তাহলে আহত হতে পারে৷ তবে এই বন্দুকের গুলি লেগে কারোর মৃত্যু বেশ কঠিন৷