পৃথিবী খ্যাত ডায়মন্ড কমিক্সের জনপ্রিয় চরিত্র সুপারম্যান ফিরছে নতুন ভূমিকায়। এতদিন ধরে সুপারম্যানের ভূমিকায় যে ক্লার্ক কেন্টকে ফুটিয়ে তোলা হত এবার তার জায়গায় সুপারম্যান হলেন ক্লার্কের পুত্র জন কেন্ট। ক্লার্ক কেন্ট ও লুই লেন’র পুত্র জো এবার সুপারহিরো সুপারম্যানের কস্টিউম পরে নানা সমস্যার সমাধান করবেন।
পূর্ববর্তী সুপারম্যান আর লইস লেনের প্রেমকাহিনী উদাহরণ ছিল যেন হাজার হাজার তরুণ-তরুণীর কাছে। দুরন্ত গতিতে উড়ে এসে জ্বলন্ত সব সমস্যার হাত থেকে প্রেমিকাকে বাঁচানোর দৃশ্য পাঠক পাঠিকাদের মনে প্রেমের সংজ্ঞা হয়ে থাকবে। কিন্তু এই যুগের সুপারম্যানকে তো অন্য ভাবেও প্রেমের সংজ্ঞা বুনতে পারে। আজকের সুপারম্যানের মনে তো জায়গা করে নিতে পারে তার সুপুরুষ রিপোর্টারটিও। আবার আজকের লইসরা বেছে নিতে পারে নিজের মনের সঙ্গিনীকে। আর এই চিন্তা ভাবনা থেকেই একেবারে নতুন ভাবে গড়ে তোলা হয়েছে নতুন সুপারম্যান এর কারেক্টরকে। ক্লার্ক কেন্ট এবং লইস লেনের ছেলেকে উভকামী প্রেমিক প্রেমিকাদের প্রতিনিধি হিসেবেই দেখানো হচ্ছে নতুন ডিসি কমিকসে। বাবা আরেক সুপারম্যানের মতোই সেও প্রেমে পড়েছে এক সাংবাদিকের। তবে এই সাংবাদিক মহিলা নয় পুরুষ। জয় নাকামুরা নামের এই সাংবাদিকের প্রেমেই পড়েছেন সুপারম্যান। শুধু তাই নয় কমিকসের নতুন সিরিজের প্রচ্ছদে তো পুরুষ বন্ধু জে নাকামুরাকে একেবারে সাপটে চুমুই খেতে দেখা গেল সুপারম্যান কে। সুপারম্যানের এই নতুন সিরিজ নভেম্বরে আসতে চলেছে এই দেশে। এমনটাই কথা রয়েছে। এই সিরিজের লেখক টম টেলরে এভাবেই নতুন সুপারম্যানকে সমকালীন করে তুলেছেন। বলাবাহুল্য, উভকামী প্রেমকে কমিক্সের পাতায় ফুটিয়ে তুলে ইতিহাস রচনা করল DC Comics।
সেই সঙ্গে কমিক্সের পাতায় উঠে এসেছে নানা জটিল সমসাময়িক ইস্যু যেমন মনুষ্য সৃষ্ট দাবানল , হাইস্কুলে আততায়ীর গুলি চালনার মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক প্রেক্ষাপটের নানা সমস্যা।
বর্তমানে, কমিক্সের বইয়ের পরবর্তী সংস্করণের ছবি ইন্টারনেটের মাধ্যমে সামনে আসার পর হৈচৈ পড়ে গেছে। মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের নানা মতামত দিচ্ছে। বেশিরভাগ মানুষই খুব খুশি ডিসি কমিক্সের এই চিন্তা ভাবনায়। অনেকে এই কাল্পনিক গল্পের পরিবর্তনকে সমর্থন করলেও অবশ্য এর সমালোচনা করছেন এমনও কিছু মানুষ আছে।