পূজো মানেই কেনাকাটা, বাড়ির সকলের জন্য শপিং, নতুন জামা আরো কত কি। কিন্তু বউ ডোনা গাঙ্গুলীর সঙ্গে এই শপিংয়ে বেরিয়েই একবার বেশ অপ্রস্তুত হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট টিমের পূর্ব ক্যাপ্টেন তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। জি বাংলা টেলিভিশন চ্যানেলে ‘দাদাগিরি’ এর মঞ্চে জানালেন সেই অভিজ্ঞতা। দাদাগিরি শো তে প্রশ্ন উত্তরের ফাঁকে ফাঁকে প্রতিযোগীদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা যায় সৌরভকে। আর সেই শোয়ে তার বউ আর পাশাপাশি বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীকে নিয়ে এক শপিং অভিজ্ঞতা শেয়ার করলেন সৌরভ। যদিও শ্রোতাদের শুনতে ‘মজা’ লাগলেও, সৌরভের কাছে নাকি তা ছিল ‘বড়ই বিড়ম্বনার’! খোলসা করেই বলা যাক সেই অভিজ্ঞতার কথা!
নারীদের কেনা কাটার প্রতি আকর্ষণ নিয়ে আর নতুন করে তো কিছু বলার নেই! বেশিরভাগ মহিলাই ঘণ্টার পর ঘণ্টা কাটাতে পারেন যার জন্য শপিং-এ তাদের সঙ্গে যাওয়া পুরুষদের কম ঝক্কি পোহাতে হয় না। এমনকি দোকানদারের সামনে মাঝে মাঝে তারা লজ্জায় পড়ে যান বলেও অনেক পুরুষেরই দাবি! সৌরভও খানিকটা সেই দাবীই করলেন! সৌরভ বলেন, বেশ অনেকদিন বাইরে কাটানোর পর সদ্য কলকাতা ফিরিছেন। তাই ফিরেই ডোনা গাঙ্গুলীকে নিয়ে শাড়ি কিনে গেলেন এক বড়সড় দোকানে।
সৌরভের জবানীতে , ‘কলকাতার বেশ নামী একটা শাড়ীর দোকানে আমরা গিয়েছি। ম্যাডাম আধ ঘণ্টা ধরে শাড়ি দেখছে। আর আমি পাশে ঠায় দাঁড়িয়ে আছি। হঠাৎ সে আমার কানে কানে বলল, ‘একটা শাড়িও ঠিক ভাবে পছন্দ হচ্ছে না’! আমি হঠাৎ সেই দিকে তাকিয়ে দেখি শাড়ির রীতিমত স্তুপ জমা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমি তখন ভেবে পাচ্ছিনা এবার কী করব। সেই স্তুপ থেকে দুটো শাড়ি তুলে নিয়ে দোকানিকে বললাম, ‘এই দুটো শাড়ি প্যাক করে দিন’। আমার মাথায় এটাই চলছিল এত দেখার পর যদি শাড়ি না কিনে বেরিয়ে আসি, আর কোনওদিন দোকানে ঢুকতেই হয়ত দেবে না। দোকানের বাইরে বেরিয়ে এসে বলেছিলাম, যাকে ইচ্ছে এই শাড়ী দুটো দিয়ে দিও। বা রেখে দিও।’