Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মায়ের মৃত্যুতে কাতর প্রেমিক, তাই প্রেমিকের বাবাকেই বিয়ে করে মায়ের জায়গা নিলেন তরুণী

ভালোবাসার জন্য মানুষ কত কিই না করে। নিজের ভালোবাসার মানুষটিকে কষ্টে বোধহয় কোনো মানুষই দেখতে চান না। প্রেমিক বা প্রেমিকার চোখের জল মুছে দিতে তাই সচেষ্ট দুনিয়ার সকলেই। কেননা প্রিয়জনের কষ্ট যে তারও কষ্ট। কিন্তু লন্ডনের এই তরুণী প্রেমিকের দুঃখে দুঃখী হয়ে যা করলেন তা বোধহয় পৃথিবীতে এই প্রথম।

দিন কয়েক পূর্বেই মারা গিয়েছেন প্রেমিকের মা। তার পর থেকে ভীষণ মানসিক যন্ত্রণা বিদ্ধ ছিলেন তরুণ। মায়ের এই ভাবে তার জীবন থেকে চলে যাওয়া কিছুতেই মানতে পারছিল না ওই তরুণ। তার এই কষ্ট চোখে দেখতে পারলেন না তার বান্ধবী। প্রেমিক যুবক যেন মায়ের অভাবে কষ্ট না পান তার জন্য এই তরুণী গ্রহণ করলেন এক আশ্চর্য পদ্ধতি।

লন্ডনের এই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। বছর চব্বিশের লন্ডন নিবাসী তরুণীর সঙ্গে বছর খানেক ধরে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। প্রেম দিনদিন আরও বেড়েছে দু’জনের। একে অপরের পাশে সর্বদা থাকতেন। এরই মধ্যে যুবকের জীবনে আচমকাই মাকে হারিয়ে নেমে আসে বিপর্যয়। মায়ের মৃত্যুর আঘাতে দুঃখে ভেঙে পড়েন তিনি। লন্ডনের ওই যুবতী তার প্রেমিকা তাঁর পাশে এসে দাঁড়ান। চেষ্টা করেন তাকে ভরসা দিতে আর শোক কাটিয়ে উঠতে সাহায্য করতে। কিন্তু যুবক কিছুতেই মায়ের মৃত্যুর শোক সমলাতে পারছিলেন না। মা এর অভাব তাঁর জীবনে আরও প্রকট হয়ে উঠছে যেন।

তাই যুবকের জীবন থেকে মায়ের অভাব মিটিয়ে আবার মা এনে দিতে যুবকের বাবা কে বিয়ে করে নেন লন্ডন নিবাসী ওই তরুণী। টিকটক প্লাটফর্মে এসে তিনি জানিয়েছেন, শুধুই নিজের প্রেমিকের জীবনে শান্তি আনতেই এই কাজ করেছেন তিনি। একটি ভিডিয়ো বার্তায় তিনি জানা, ‘‘ কিছু দিন আগে আমার প্রেমিকের মা মৃত হন। আমি চাইনি ও মাকে হারিয়ে এই ভাবে কষ্টে থাকুক। সেই কারণে আমি ওর বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। এর কারণে আমার প্রেমিক জীবনে আবার মা পেল। মায়ের অভাব বোধ হবে না ওর।’’

লন্ডনের তরুণীর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল (Viral)। নেটিজনরা কেউ কেউ যেমন তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন, তেমনই অনেকে উলটো প্রতিক্রিয়াও দিয়ে অবাক হয়েছেন। অনেকের মতে, নিতান্তই হঠকারী সিদ্ধান্ত। এই বিয়ের পর নতুন জীবনে না সে প্রেমিকা হিসেবে নিজের ভূমিকা পালন রাখতে পারবেন, না মা হিসেবে নিজের প্রেমিককে আগলাতে পারবে। ওই প্রেমিকযুগলের আবেগঘন সিদ্ধান্তে জীবন নষ্ট হল!

Related posts

মহিলাদের চূড়ান্ত সুখ বা অর্গ্যাজম অনুভূত হওয়ার জন্য কতক্ষন টানা যৌন মিলনের দরকার হয়

News Desk

পরিবারের একমাত্র সন্তান দিন-রাত শিকলে বাঁধা! ২৫ বছরের যুবককে নিয়ে অসহায় বাবা মা

News Desk

মুম্বাইয়ে মিলল করোনার নতুন প্রজাতি! বড় সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে

News Desk