Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মনপ্রাণ বাবার সেবা করলেও অমিতাভের মায়ের ‘দায়িত্ব’ নিতে সটান না করে সেই নার্স! কেন জানেন?

সম্প্রতি কৌন বানেগা কারোরপতির সিজন ৩ শুরু হয়ে গেছে। এই নতুন সিজনের সম্প্রচার টেলিভিশন এ শুরু হয়েছে গত মাস থেকেই। সপ্তাহের সোমবার থেকে শনিবার অবধি এই নতুন শো সম্প্রচারিত হয় সোনি টিভিতে। কৌন বনেগা ক্রোড়পতি পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং জিও টিভি-তে দেখা যায়। মাস ঘুরতে না ঘুরতেই কেবিসি-র ওই নতুন সিজন ছোটপর্দায় রমরমিয়ে চলছে। আরও ঝলমলে, আরও রঙিন, আরও মজার এবারের কেবিসি-র চলতি সিজন। এই গেম শো-র একটি এপিসোডে চলতি সপ্তাহে ডাক্তার ও নার্সদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।

সম্প্রতি, যোধপুর থেকে হাজির হয়েছিলেন সবিতা ভাটি কেবিসি-র এক এপিসোডে। একজন নার্স সুপারিন্টেন্ডেন্ট পেশায় তিনি। তাঁর সঙ্গে গল্প-আড্ডা দেওয়ার সময় নিজের প্রয়াত বাবা হরিবংশ রাই বচ্চন-এর স্মৃতিচারণ করলেন অমিতাভ প্রশ্নোত্তর পর্বের ফাঁকে। সেই প্রসঙ্গেই কথা বলার ফাঁকে এক অভিনব ঘটনার কথা উঠে এল। ‘বিগ বি’ জানালেন অষ্টপ্রহর একজন নার্স থাকতেন ওঁর সঙ্গে, তাঁর বাবার অসুস্থতার সময়। সেবা করতেন। তবে সেই নার্স আর কারও সেবা করতে রাজি হননি তার বাবার মৃত্যুর পর।

অমিতাভের বাবা যখন অসুস্থ ছিলেন তখন তাঁর দেখভালের জন্য একজন নার্স রেখেছিলেন ইন্ডিয়া টুডে-র প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী। সর্বক্ষণ তাঁর বাবার সঙ্গে সেই নার্স থাকতেন। মনপ্রাণ দিয়ে সেবাও করতেন।

এতটাই নড়ে গেছিলেন সেই নার্স হরিবংশ রাইয়ের মৃত্যুর পর যে আর কারও নার্সিংয়ের দায়িত্বই তিনি নেননি। ‘বিগ বি’-র কথায়, ‘সেই নার্সের বাবুজীর প্রতি এতটা ভালোবাসা দেখে ওঁকে ফের আমরা ডেকে পাঠিয়েছিলাম যখন আমার মা অসুস্থ হলেন। তবে তিনি আমাদের সেই প্রস্তাবে সটান না করে দিয়েছিলেন। কারণ হিসেবে জানিয়েছিলেন, ‘তিনি এতটাই কষ্ট পেয়েছেন বাবুজী’-র মৃত্যুতে যে আর কারও নার্সিংয়ের দায়িত্ব নতুন করে তিনি নিতে পারবেন না। এরপর তিনি আর সেই পেশাতেই ছিলেন না কি পাল্টে ফেলেছিলেন আমি জানিও না’।

Related posts

প্রাক্তন স্বামীকে মহিলার ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেওয়ার নির্দেশ! ক্রুদ্ধ মহিলা

News Desk

দেশে টিকা পেয়েছেন প্রায় ১০০ শতাংশ , তাও ডেল্টা প্রজাতির ভয়ে কাঁপছে কেন ইজরায়েল

News Desk

রোম্যান্সের সময় সঙ্গীর সামনে উত্তেজিত হতে পারছেন না! এই ৬টি টিপস মাথায় রাখুন

News Desk