Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

টাকার অভাব দূর করতে মানি ব্যাগে রাখুন এই কয়েকটা জিনিস! কখনো পকেট খালি হবে না

টাকা পয়সার প্রয়োজন জীবনে সব ক্ষেত্রে। বর্তমান সময়ে যার হাতে টাকা কম সে যেন কিছুতেই এই দুনিয়ায় পেরে ওঠে না। প্রতিটা মানুষই সংসারে কিছুটা সাচ্ছন্দে থাকতে চান। আর এই সুখ-স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য বিশেষ প্রয়োজন পকেটে টাকা থাকা। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় লক্ষ্মী বিরূপ। যতই কষ্ট করে উপার্জন করুক না কেন টাকার অভাবে পকেট পুরো শূন্য? যদি অর্থ উপার্জন করে বেরিয়েই যায়, তাহলে সংসারে সবসময় অভাব-অনটন দেখা দেয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জীবনে এমন সব পরিস্থিতি এসে উপস্থিত হচ্ছে যেখানে আপনার কিছুই করার থাকছে না। টাকা জলের মত বেরিয়ে যায়। সেক্ষেত্রে টাকা পয়সা জনিত সৌভাগ্য ফেরাতে শরণাপন্ন হতে হয় জ্যোতিষ বা শাস্ত্র মতে সমাধানে।

শাস্ত্র বলে মানিব্যাগে যেহেতু লক্ষ্মী অধিষ্ঠান করে তাই মানিব্যাগ সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লক্ষ্মী বড়ই চঞ্চলা। নোংরা স্থানে লক্ষ্মী বাস করে না। তাই যদি মানিব্যাগ ভীষণ অপরিচ্ছন্ন থাকে তাহলে মা লক্ষ্মী সেখানে তিষ্ঠোবে না। কিন্তু শুধু পরিষ্কার রাখাই নয় মানি ব্যাগে রাখুন এই কয়েকটি উপকরণ যাতে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদা বর্তাবে।

সবসময় চেষ্টা করুন মানিব্যাগে ধন লক্ষ্মীর একটি ছোট্ট মূর্তি রাখতে। ধন লক্ষ্মীর মূর্তি খুব শুভ। এই মূর্তি মানি ব্যাগে রাখলে টাকা পয়সা হাতে থাকবে। সঞ্চয় শ্রীবৃদ্ধি হবে। যদি ধন লক্ষ্মীর মূর্তি রাখতে অসুবিধে হয় তাহলে ছবিও রাখতে পারেন। তবে খেয়াল করবেন ছবিটিতে যেন ধন লক্ষ্মীর বসে থাকা অবস্থার হতে হবে জ্যোতিষশাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ। এছাড়াও যদি কোন অশত্থ গাছের একটি পাতাকে যদি শ্রী লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে শুদ্ধ চিত্তে আপনার মানিব্যাগে রাখতে পারেন তবে আপনার জীবনে অর্থাভাব দূর হয়ে যাবে।পাতাটি শুকিয়ে গেলে আর একটি নতুন সতেজ পাতা ব্যাগে রাখতে হবে।

হিন্দু শাস্ত্র মতে লাল রং সৌভাগ্য, শুদ্ধতা এবং শুভ কাজের প্রতীক। তাই একটি কাগজে নিজের মনস্কামনা লিখে তা একটি লাল শালু কাপড়ে মুড়িয়ে রেখে একটি লাল রেশমি দড়ি দিয়ে বেঁধে রেখে দিন নিজের মানিব্যাগ এ। এইরূপ চিরকুট আপনার মানিব্যাগে থাকলে আপনার

চাল হলো মা লক্ষ্মীর প্রতীক। তাই বলা হয় মানিব্যাগে কাপড়ে মুরে কয়েকদানা চাল রেখে দিলে আপনার বিনাকারণের ব্যয় এড়ানো যায়। এতে টাকা পয়সা সঞ্চয় হয়।

এছাড়া মা-বাবা বা কোন গুরুজনের থেকে আশীর্বাদ হিসেবে পাওয়া টাকা জাফরান মাখিয়ে রাখতে পারেন মানিব্যাগে কেননা এর মধ্যে জড়িয়ে থাকে তাদের আশীর্বাদ যা আপনাকে সৌভাগ্য এনে দেয়। এছাড়াও রাখতে পারেন গোমতী চক্র উপস্থিত আছে এমন কড়ি,যা আপনার ব্যাগ এ মা লক্ষীর অবস্থান এর প্রতীক হিসাবে থাকবে।

Related posts

৩০ বছরের মহিলার ২১ বছর বয়সী ছেলে! কিভাবে সম্ভব? প্রশ্ন সকলের

News Desk

গলায় দড়ি লাগিয়ে মৃত্যুর আগে ভিডিয়ো করলেন যুবক-যুবতী, জানালেন শেষ ইচ্ছা!

News Desk

আজ কৌশিকী অমাবস্যা! অশুভ শক্তির হাত থেকে বাঁচতে এইদিন ভুলেও এই কাজগুলি করবেন না

News Desk