Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ঘুমের মধ্যেই জমা জলে পড়ে গেল দেড় বছরের শিশু, মা উঠে দেখলেন মর্মান্তিক পরিণতি

প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক জেলা। এর মধ্যেই পুরো রাজ্যজুড়ে একের পর এক জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর আসছে। কিন্তু শুধু তাই নয় ঘরের মধ্যে দাড়িয়ে থাকা বর্ষার জল কাল হয়ে উঠল একরত্তি শিশুর জন্য। কয়েকদিনের প্রবল বৃষ্টি। ভেঙ্গে গিয়েছে নদীর বাঁধ। আর তাতে ঘরে জল ঢুকে গিয়েছিল। আর সেই ঘরের মধ্যে জমে থাকা জলে ডুবে ঘুমের মধ্যেই মৃত্যু হল দেড় বছরের শিশুর। রাতের বেলা বিছানায় সন্তানকে কোলের কাছে নিয়েই শুয়ে ছিলেন মা। কখন যে কোল একেবারে খালি হয়ে গেল, তা টেরও পেলেন না তিনি। ঘুমের মধ্যেই শিশুটি খাটের নিচের জমা জলে পরে যায়। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে ভগবানপুর-১ ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার হিংচাগেড়িয়া গ্রামে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, মৃত শিশুকন্যাটির নাম শুভশ্রী জানা। ভগবানপুর থানার কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের হিংচাগেড়িয়া গ্রামের বাসিন্দা বাবা জয়দীপ জানা এবং মা বৈশাখী জানার দেড় বছরের কন্যা সন্তান শুভশ্রী।

গত বুধবার রাত দুটোর সময় বিছানায় শিশু কন্যাকে দেখতে না দেখতে পেয়ে মা হন্তদন্ত হয়ে খুঁজতে গিয়ে খাটের নিচে দেখেন, প্রাণহীন অবস্থায় ঘরের জমা জলে ভেসে রয়েছে শিশু কন্যা। সে খাট থেকে পড়ে গিয়ে ঘরে দাড়িয়ে থাকা জলে ডুবেই প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এদিকে এমন আকস্মিক মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ শিশুকন্যার পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার খবর শোনামাত্র ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার জনপ্রতিনিধিরা। ভগবানপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

বৃষ্টি হলেই জমা জলের যন্ত্রণা এ রাজ্যের মানুষের কাছে নতুন নয়। বছরের পর বছর এই জমা জলে এভাবেই মানিয়ে নিতে অভ্যস্ত হয়েছে রাজ্যবাসী। কিন্তু গত বেশ কয়েকদিনে যে ভাবে একের পর এক রাজ্যের মর্মান্তিক প্রাণহানির ছবি উঠে আসছে এই জমা জলকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে, তা অবশ্যই দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের বটেই।

Related posts

নির্জন দ্বীপে ঝুলছে মুণ্ডহীন, হাত-পা কাটা অসংখ্য পুতুল! জানেন এই রহস্যে ঘেরা মৃত পুতুলের দ্বীপের খোঁজ?

News Desk

শাশুড়ি আর ননদের উপর চড়াও হয়ে মারধর পুত্রবধূর, ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য

News Desk

রহস্যময় পাতালগ্রাম! মাটির নীচে বসবাসকারী এই সব মানুষেরা রাখে না বাইরের দুনিয়ায় খবর

News Desk