Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কলকাতা শহরের বুকে এইসব জায়গায় টের পাওয়া যায় অশরীরীর অস্তিত্ব! রইল হারহীম করা ৫টি ভুতুড়ে জায়গা

ভুতের গল্প, সিনেমা এগুলো যেমন সাময়িক ভয় দেখায় বা ভুত প্রেমীদের মনে শিহরণ জাগায় কিন্তু এই দেশে এমন অনেক ভুতুড়ে জায়গা আছে যেগুলো মানুষের মনের কোথাও একটা ভুত দেখার অনুভূতি জাগায়। এরকমই জায়গা যেমন ভানগড় ফোর্ট, মুম্বইয়ের মুকেশ মিলস বা কার্সিয়ং-এর ডাও হিল আরো আছে অনেক। এই সমস্ত ভুতের জায়গা দর্শন করতে রীতিমতো টাকা খরচা করে বহুমানুষ ভিড় জমান। কিন্তু আপনি কি জানেন আমাদের প্রিয় শহর কলকাতার আনাচে কানাচে এমন অনেক ভুতুড়ে জায়গা আছে। অনেকেই ভুতের উপস্থিতি বুঝতে পেরেছেন এই সমস্ত জায়গায়। কলকাতার অনেক জায়গায় প্রেত আত্মা আছে এমন টাই মনে করেন অনেক ভুত বিশেষজ্ঞরা।

হুগলীর তীরে মল্লিকঘাট:

এই গঙ্গা তীরবর্তী এই ঘাট হাওড়া ব্রিজের ঠিক নিচেই। ফুল বাজারের সামনেই এই মল্লিক ঘাট। সেখানে নাকি ভূতের অস্তিত্ব টের পাওয়া যায় বলে শোনা যায়। যারা দৈনিক যাতায়াত করেন সেখানে তাঁরা একবার না একবার ভূতুরে ঘটনার সাক্ষী হয়েছেন। সেখানে একজন মহিলা ভূতকে নাকি দেখতে পাওয়া যায়। সাদা শাড়ি পরে সেই মহিলাকে ঘুড়তে দেখেছেন অনেকেই। তাঁদের ধারণা, কোনও মহিলার মৃত্যু হয়েছিল গঙ্গায় ডুবে। এখন ঘুরে বেড়ায় সেখানে তাঁর আত্মাই। তাই এখানে অবশ্যই যেতে হবে এমন এক মহিলা ভূতের সঙ্গে দেখা করার সুযোগ হাতছাড়া করতে না চাইলে।

কলকাতার ন্যাশনাল লাইব্রেরি:

সন্ধ্যা নামলেই বইয়ে ঠাসা লাইব্রেরিতে যার রূপ পালটে যায়। এর মাঠ পেরিয়ে অন্ধকারে নাকি ছুটে যায় অশ্বারোহী। কনসার্টের করুণ সুর বলডাস্কের ভিতর থেকে নাকি ভেসে আসে। পালকির আওয়াজ শোনা যায়। অনেকে বলেন এখনও এখানে ঘুরে বেড়ায় লর্ড মেটক্যাফের স্ত্রীর আত্মা। অনেকেই বলেন, এমন ঘটনার সাক্ষী হতে হয় ঠিক জায়গায় বই রাখা না হলেই। রাতে বইয়ের পাতা ওল্টানোর আওয়াজও পান লাইব্রেরির গার্ডরা। কর্মচারী থেকে রাজনৈতিক নেতাদের মুখেই বারবার উঠে এসেছে ন্যাশনাল লাইব্রেরি ভূতের অস্তিত্ব।

রাইটার্স বিল্ডিং:

পরাধীন ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল রাইটার্স বিল্ডিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটারদের জন্য। এখানেই তিন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিনয়, বাদল এবং দীনেশ ১৯৩০ সালের ৮ ডিসেম্বর পুলিশের তত্‍কালীন ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন। অনেকে বলেন এখনও সিম্পসনের আত্মা ঘুরে বেড়ায় রাইটার্স বিল্ডিং-এ। রাতে পায়ের শব্দ, কান্নার আওয়াজ শুনেছেন অনেকেই ফাঁকা রাইটার্সে। এখানে সচরাচর থাকতে চান না কেউ সন্ধের পর। সিম্পসনকে যেখানে মারা হয়েছিল বিশেষ করে , অশরীরীর উপস্থিতির কথা শোনা যায় সবথেকে বেশি সেই পঞ্চম ব্লকে

​রবীন্দ্র সরোবর স্টেশন:

কখনও শেষ ট্রেন ধরেছেন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে? এখানে শেষ ট্রেন ধরতে গিয়ে অদ্ভ‌ুত কিছু অভিজ্ঞতা হয়েছে অনেক যাত্রীরই। ছায়ামূর্তি সরে যাওয়া আচমকা এবং অনেকেই কোনও ব্যাখ্যাহীন চিত্‍কার শুনেছেন। সবচেয়ে বেশি সংখ্যক আত্মহত্যার ঘটনাও ঘটেছে এখানে কলকাতার অন্য মেট্রো স্টেশনগুলির মধ্যে।

পুতুলবাড়ী

রহস্য আজও সবার মুখে মুখে কলকাতা শহরের আহিরিটোলার বাড়ি নিয়ে। বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় ও লিলা মজুমদারের কিছু ভয়ঙ্কর গল্প রয়েছে পুতুলের বাড়িটি নিয়ে। সবচেয়ে রহস্যজনক স্থান এটা কলকাতা শহরের। কিছু অশরীরীর উপদ্রব রয়েছে এখানে গভীর রাতে তো বটেই এমনকি ভরদুপুরেও। আসলে কি এর নেপথ্যে! এক সময় এক বড়লোক মনিব বাস করতেন বাড়িটিতে। কয়েকজন দাসীও কাজ করত বাড়ি দেখাশোনায়। মনিব জোরপূর্বক যৌনসম্পর্ক করতেন দাসীদের সঙ্গে। মনিবের এ অত্যাচারের প্রতিবাদ কিছু দাসী করায় তাদের হত্যা করা হয়। হত্যার পর তাদের লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল বাড়ির পেছনে। কতকাল পার হলো এরপর কিন্তু আজ অবধি মাঝে মাঝে মেয়েলি কণ্ঠের অশরীরীদের কান্নার শব্দ শোনা যায় রাতে । স্থানীয়দের ধারণা এখনো পুতুলবাড়ীতে অশরীরী আত্মার আনাগোনা আছে মনিবের এ পাপের কারণে।

Related posts

বান্ধবীকে প্রেমিকের সাথে পরিচয় করাতে নিয়ে গিয়ে ফ্যাসাদে প্রেমিকা! চোখের সামনে পালাল দুজনে

News Desk

“বোনকে কথা দিয়েছিলেন…” বোন মারা গেলেও ২৩ বছর জলপাই বীজ মুখ থেকে ফেলেনি দাদা

News Desk

দ্বিতীয় বিয়ে করার হুমকি! প্রতিশোধ নিতে গভীর ঘুমের মধ্যে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

News Desk