Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভাদ্র মাসের সোমবার ৩টি তুলসীপাতা ফেরাতে পারে আপনার ভাগ্য, মা লক্ষ্মীর আশীর্বাদে দুর হবে অর্থাভাব

ভাদ্র অত্যন্ত হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র মাস। ভাদ্র মাস কে আমরা লক্ষ্মী মাস বলেও জানি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র বাংলার বারোটি মাসের মধ্যে পঞ্চম মাস। এই মাসে লক্ষ্মীপুজো ছাড়াও আরও নানা রকম পুজো হয়ে থাকে। যে হেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে লক্ষ্মীপুজো করা হয়, তাই এই মাসে বিশেষ কিছু উপায় অবলম্বন করেও লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করে নিজের আর্থিক সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব।

হিন্দুশাস্ত্র মতে লক্ষীদেবী কে সন্তুষ্ট করতে তুলসীপাতার গুরুত্ব অপরিসীম ৷ তুলসীপাতায় স্বয়ং নারায়নের বাস। তাই তুলসী পাতার ব্যাবহার আপনার ভাগ্যে আনতে পারে বড়সড় বদল। জেনে নিন এই ভাদ্র মাসে কী করবেন নিজের ভাগ্যের বড় বদল ঘটাতে ৷

Do this things on sombar of bhadra calender to receive blessing of laxmi

তন্ত্র মতে দেওয়া নিদান- সোমবার তিনটি পরিষ্কার, পোকা ধরেনি বা খাওয়া নয় এমন তিনটি নিখুঁত তুলসীপাতা বেছে তুলুন ৷ এবং সেগুলিকে গঙ্গাজলে ধুয়ে নিন ৷ এবার সেই তুলসীপাতা তিনটিকে নিজের বাড়ির ঠাকুরঘরের আসনে রেখে দিন। সন্ধ্যা সাতটার শুভ মুহূর্তে চোখ বন্ধ করে পরিষ্কার কাপড় পরিধান করে ঠাকুরের আসনের সামনে বসুন এবং হাতজোড় করে ২১বার পাঠ করুন এই মন্ত্রটি- ‘‘ওঁ শ্রিং শ্রীয়ে নমঃ, ওঁ শ্রিং শ্রীয়ে নমঃ’’ ৷ এই মন্ত্রের জপউচ্চারন লক্ষ্মীর খুব প্রিয়। ধনের দেবীকে তুষ্ট করে এই মন্ত্র ৷ এই মন্ত্র নিয়মিত ভক্তি সহকারে জপ করলে লক্ষ্মীদেবী খুবই প্রসন্ন হন ৷ এবং প্রার্থনাকারীর ডাকে সাড়া দেন। মন্ত্র জপ শেষ হলে আপনার কষ্টের কথা তুলসীপাতার কাছে জানান ৷ এবার তুলসীপাতা হাতে নিয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে, অর্থাৎ আপনার দেহের বাঁম দিক থেকে ডানদিকে গোটা শরীরে পাতাগুলিকে তিনবার ছোঁয়ান ৷ এবার পাতাগুলি একটি বিশেষ জায়গায় রেখে দিন, আপনি বিছানায় মাথা রেখে শোন, সেই বিছানায় বালিশের তলায় ৷ রাতে সেই বালিশে মাথা রেখে ঘুমোন ৷ পরদিন সকালে স্নান শেষে, শুদ্ধ চিত্তে তুলসী পাতাগুলিকে তুলে আনুন ৷ এবং ফেলে দিন কাছের কোনও নদী বা পুকুরে৷ আর নিতান্তই যদি সামনে কোনো জলাশয় না থাকলে, যে তুলসীগাছটি থেকে এই তিনটি তুলসীপাতা তুলেছিলেন সেই গাছের গোড়াতেই পুঁতে দিন ৷ দেখবেন তুলসীর কৃপায় আপনার খারাপ দিন অর্থাভাব বা ব্যাবসায় বাঁধা ইত্যাদি আস্তে আস্তে কেটে যাবে ৷ মা লক্ষ্মী আপনার উপর সহায় হবেন ৷

কিন্তু লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন মহিলারা বাড়ির লক্ষ্মী। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নেই। যদিও কোনো হঠাৎ প্রয়োজনে বা বিশেষ কোনও কারণে কোথাও যেতে হয় তবে অবশ্যই ভাদ্র মাস শেষ হওয়ার আগে যেন আসতে হয়।

Related posts

হঠাৎই পড়েছে টাকার প্রয়োজন? জানেন এমন ৩টি লোন যা আপনি পেতে পারেন খুব অল্প সময়ে?

News Desk

বিরিয়ানি এনে বাবাকে খাওয়ায়! তারপরেই নিজের ঘরে ঢুকে… ছাত্রীর পদক্ষেপে হতভম্ব পরিবার

News Desk

নিখরচায় পান যোগ ব্যায়ামের প্রশিক্ষণ।আন্তর্জাতিক যোগ দিবসে মোদির উপহার

News Desk