Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এক চিমটে নুন ফিরিয়ে দিতে পারে সংসারে সুখ সমৃদ্ধি, কাটাবে অভাব। জেনে নিন বাস্তু কি বলছে

যদি কোন বাস্তুদোষ বাড়িতে বা ফ্লাটে থেকে থাকে তাহলে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে আপনার জীবনে। এটি সাংসারিক দিক থেকে বা শারীরিক দিক থেকে হোক বা অর্থনৈতিক দিক থেকে, এর প্রভাব পড়েই থাকে। আপনার ঘরের মধ্যে কোন স্থানে বাস্তুদোষ থেকে থাকে তাহলে অনেক বাস্তুদোষ কেটে যায় সামান্য নুন ব্যবহার করলে।

শুক্র বা চন্দ্রের প্রতীক হিসেবে নুনকে মানা হয়। মানা হয় আবার রাহুর প্রতীক হিসাবেও। তাই কখনও কারও হাতে নুন দেবেন না, দিতে হবে কিছুর মধ্যে করে। একদম উচিত নয় নুন মাটিতে ফেলাও।

বাড়ির অশুভ শক্তি দূর হয় জলে নুন দিয়ে ঘর মুছলে। আবার ঘরের কোণায় কোণায় নুন দিয়ে রাখুন রাতের দিকে। তা সকালে পরিষ্কার করে দিন। এর ফলে ভালোবাসা বৃদ্ধি পায় ও পারিবারিক কলহ দূর হয় বাড়ির সদস্যদের মধ্যে।

কাঁচের পাত্রে সবসময় নুন রাখা উচিত। এতে দিয়ে রাখতে হয় লবঙ্গ। এর ফলে বাড়িতে অর্থাভাব হয় না। নুন রাখা উচিত নয় স্টিল অথবা ধাতুর ডিবেতে।

শুভ-অশুভ শক্তি প্রবেশ করে বাড়ির প্রবেশদ্বার দিয়েই। গোটা নুন লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিলে, শুভ শক্তি প্রবেশ করে বাড়ি অথবা কর্মক্ষেত্রের প্রবেশদ্বারে। কাজে আগত বাধা দূর হয় ও ধন আগমন ঘটে এর ফলে।

এক ধরনের সুগন্ধে বাড়ি ভরে যাবে বাড়ির বিভিন্ন কোণায় লবঙ্গ ও নুন জল ছিটিয়ে দিলে । গোটা বাড়িতে সুখ থাকবে এর ফলে।

যদি বাথরুম থেকে খারাপ গন্ধ বেরোয়, তাহলে একটা কাঁচের বাটিতে অল্প নুন নিয়ে বাথরুমের এক কোণে রেখে দিন। কেউ বাটিটা না ছোঁয় যেন। রাহুর প্রভাব দূর হয় এর ফলে। নুন বদলে দিন কিছুদিন পর পর। বাথরুম থেকে বেরনো অশুভ শক্তির প্রভাব কমে যাবে এর ফলে। ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো হবে এবং বাড়বে মানসিক শান্তি।

বেডরুমে কিছুটা সন্ধক লবণ রাখতে হবে বিবাহিত জীবন সুখকর করতে।

কেউ বাড়িতে যদি অসুস্থ থাকে, তা হলে একটি পাত্রে কিছুটা নুন রাখতে হবে তার মাথার কাছে, তা হলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে সে ব্যক্তি। তবে এই নুন বদলাতে হবে সপ্তাহে একবার।

বিশেষ দ্রষ্টব্য— এই সকল কজে ব্যবহার করা নুন আর অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না মনে রাখতে হবে। কোনও জলাশয়ে সেই নুন ভাসিয়ে দিতে হবে।

Related posts

ঠিক কবে মুক্তি মিলবে ওমিক্রন থেকে? কি জানালেন বিশেষজ্ঞরা..

News Desk

ভারতের সুপ্রাচীন পদ্মনাভ মন্দিরের রহস্যময় দরজা। আজও পৃথিবীর থেকে লুকিয়ে রেখেছে কি ঐশ্বর্য্য?

dainikaccess

লুকোচুরি খেলতে গিয়ে বাতিল আইসক্রিমের ফ্রিজারে ঢুকে পড়লো দুই শিশু! পরিণতি মর্মান্তিক

News Desk