Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দীপাবলী পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশের সবথেকে সস্তা স্মার্টফোনের জন্যে! কত দাম, কি ফিচারস

বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন Jim phone Next হবে বলে দাবি করা হচ্ছে। এই জিও ফোন নেক্সট নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে। কারণ রিলায়েন্স জিও তরফ থেকে জানানো হচ্ছে যে গোটা বিশ্বের গ্রাহকেরা ফোনটির দাম শুনলে অবাক হবে। তাদের দাবি এই ফোনটি নিয়ে আসা হচ্ছে সব থেকে সস্তা দামে। JioPhone Next রিলায়েন্সের বহু প্রতীক্ষিত ফোন এর গণেশ চতুর্থীর দিনই লঞ্চ হওয়ার কথা ছিল। এই ফোন আনতে চলেছে মুকেশ অম্বানির কোম্পানি গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে। উৎসাহে ভাটা ক্রেতাদের। রিলায়েন্স ১০ সেপ্টেম্বর লঞ্চ করার কথা বলেও পিছিয়ে গেল। আজ কোম্পানির বহু প্রতীক্ষিত ফোন JioPhone Next গনেশ চুতুর্থীর দিন লঞ্চ হচ্ছে না। তবে মুকেশ অম্বানির কোম্পানি দীপাবলির সময় ফোন আসবে বলে জানিয়েছে।

জিও ফোনের দাম:

অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে যে দুটি মডেলে দেওয়া হবে JioPhone Next , একটি হবে বেসিক এবং অন্যটি হবে এডভান্স। 5,000 টাকা বেসিক মডেলের দাম এবং এডভান্স 7,000 টাকা। এটাও বলা হচ্ছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ বেশ কয়েকটি ব্যাঙ্কের সাথে অংশীদারিত্ব করেছে Reliance Jio তার জিও ফোন নেক্সট এর জন্য, যার আওতায় গ্রাহকদের বেসিক মডেলের জন্য মাত্র 500 টাকা এবং এডভান্স মডেলের জন্য 700 টাকা দিতে হবে। কিস্তিতে বাকি টাকা সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই কিস্তির লেনদেন ব্যাঙ্কের মাধ্যমেই হবে। তবে ক্রেতাকে সুদ দিতে হবে কিনা এই কিস্তির জন্য তা এখনও পরিষ্কার নয়।

JioPhone Next এর ফিচার কী হবে:

5.5 ইঞ্চি এইচডি ডিসপ্লেও থাকবে জিওফোন নেক্সট-এ বলে জানা গেছে। এছাড়া এতে Qualcomm Snapdragin 215 প্রসেসার থাকবে। স্মার্টফোনটি android 11 Go এডিশানে চলবে। পাশাপাশি ফোনটিতে রিয়েল টাইম ল্যাঙ্গোয়েজ ট্রান্সলেশান গুগলের তরফে দেওয়া হচ্ছে এবং 2GB বা 3GB RAM এর সাথে আসতে পারে। এতে থাকতে পারে 16GB বা 32GB এর eMMC 4.5 ইন্টারনাল স্টোরেজ। থাকেছে 2500mAh ব্যাটারি। তাছাড়াও হেডফোন জ্যাক ও এফএম থাকছে। 4G VoLTE সাপোর্ট এবং ডুয়াল সিম সাপোর্ট নিয়ে আসতে পারে JioPhone Next।

JioPhone Next ক্যামেরা:

ফটোগ্রাফির জন্য, ফোনটিতে 8 মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি এবং ভিডিও কলের জন্য।

জিও ফোনের সাথে গুগল লেন্স সাপোর্ট
Google Lens সাপোর্ট দেওয়া হবে Jio Phone Next এর ক্যামেরার সাথে। এছাড়াও পাওয়া যাবে অনেক ধরনের ফিল্টার। পোর্ট্রেট মোডও পাওয়া যাবে ক্যামেরার সঙ্গে। স্ন্যাপচ্যাট ফিল্টারও পাওয়া যাবে ক্যামেরার সঙ্গে। আপনার নির্দেশে Jio Phone Next এ গুগল অ্যাসিস্ট্যান্ট মিউজিক প্লে করবে এবং MyJio অ্যাপটি ওপেন হবে।

Related posts

তিন বান্ধবীর সাথে লিভ-ইন! কিভাবে একসাথে ৩ নারীকে সামলাচ্ছেন এই ব্যাক্তি জানলে অবাক হবেন

News Desk

চার সন্তানের মা বিবাহিত এই পাকিস্তানি মহিলা কেন গত ১৬ বছর ধরে প্রতি শুক্রবারে নববধূ সাজেন!

News Desk

ওয়েব সিরিজের নামে তিন বামনের সঙ্গে জোর করে যৌনতা স্থাপন! বিস্ফোরক অভিযোগ মডেলের

News Desk