Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ইসকনের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে RBI আনল ১২৫ টাকার কয়েন! জেনে নিন কোথা থেকে পাবেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে প্রকাশ পেল ১২৫ টাকার কয়েন। তবে এটি বাজারে চালু আর পাঁচটি কয়েনের মতো নয়, ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদানন্ত স্বামী প্রভুপাদের ১২৫তম জন্মবার্ষিকি উপলক্ষে স্মারক হিসেবে এই কয়েনটি প্রকাশ করা হল। ১ সেপ্টেম্বর সেই মুদ্রা প্রকাশ করলেন তিনি। ইসকনের প্রতিষ্ঠাতা তথা হরেকৃষ্ণ মুভমেন্টের প্রবর্তক শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের ১২৫ তম জন্মবর্ষ এটি। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সেই মুদ্রা প্রকাশ করেন মোদী। এই কয়েন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও কর্পোরেট বিভাগের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর-ও।

এর আগেও ১২৫ টাকার কয়েন প্রকাশ পেয়েছে। চলতি বছরের শুরুর দিকেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মরণেও ১২৫ টাকার কয়েন প্রকাশ করেছিল সরকার।

এই বিশেষ মুদ্রা হাতে পেতে হলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নির্ধারিত মূল্য চোকাতে হবে। https:// www. spmcil. com/Interface/Home.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‌আজ আমরা শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের জন্মজয়ন্তী পালন করছি। ধ্যান ও ভক্তিতে মনে যে রকম প্রশস্তি পাওয়া যায়, ঠিক যেন সেই রকমই অনুভূতি হচ্ছে।’‌ তিনি আরও জানিয়েছেন, গোটা বিশ্বে প্রভূপাদের যে লক্ষ লক্ষ ভক্তরা রয়েছেন, তাঁরাও একই রকম আনন্দ উপভোগ করছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‌বিশ্বজুড়ে যে কয়েকশো ইসকনের মন্দির রয়েছে, সেইসব মন্দিরের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইসকন গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে, ভারতীয় সংস্কৃতির উপর বিশ্বাসের মানে হল, উদ্যম আর উৎসাহ। তাছাড়া মানবিকতায় বিশ্বাসেরও অপর নাম।

প্রাকৃতিক বিপর্যয়ের সময় ইসকনের ভূমিকা নিয়েও বলেন প্রধানমন্ত্রী। ২০০১ সালের গুজরাতের কচ্ছে ভূমিকম্পের কথা মনে করিয়ে দেন তিনি। তিনি উল্লেখ করেন যে সেই সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল ইসকন। শুধু তাই নয়, দেশে যখনই কোনও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, তখনই পাশে দাঁড়িয়েছে ইসকন কর্তৃপক্ষ। সে ওড়িশা হোক কিংবা পশ্চিমবঙ্গের সাইক্লোন।

Related posts

৬ মাসেই বন্ধ রেস্তোরাঁ ব্যাবসা, রাস্তায় ফিরে আসতে হলো ‘বাবা কা ধাবা’ খ্যাত বৃদ্ধ কে

News Desk

পুজোর সময় হঠাৎই তলোয়ার দিয়ে ৯ বছরের ভাইজির মাথা কাটলো দশম শ্রেণীর ছাত্রী!

News Desk

যাকে মৃত ঘোষণা করা হল, শেষকৃত্য শেষে সেই ফিরলো জীবিত হয়ে! ঘটনায় তোলপাড়

News Desk