Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বাড়িতে মেয়ে আছে! আজই LIC -র এই নতুন পলিসিতে জমান ১২১ টাকা আর বিয়ের সময় পান ২৭ লাখ!

যদি আপনার মেয়ে থাকে, তাহলে একটি সুখবর আছে। এলআইসি (LIC) নতুন একটি পলিসি (Policy) নিয়ে এসেছে, নাম হল এলআইসি কন্যাদান পলিসি (LIC’s kanyadan policy)। এই পলিসি নিলে আপনি মেয়ের বিয়ের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন। এই পলিসি কেবল কন্যাদের বিয়ের জন্য চালু করা হয়েছে। এই পলিসি যদি কোনও ব্যক্তি করেন, তাহলে প্রতিদিন ১২১ টাকা হিসেবে প্রতিমাসে ৩৬০০ টাকা করে দিতে হবে। যে কেউ চাইলে এর কম প্রিমিয়ামে পলিসি করতে পারেন।

সংস্থার তরফে জানানো হয়েছে, একবার এই পলিসি করলে আর মেয়ের বিয়ের বিষয়ে ভাবতে হবে না বাবা-মাকে।মেয়ের বিয়ের কথা ভেবেই এই পলিসি তৈরি করেছে LIC। সেই কারণে পলিসির নাম দেওয়া হয়েছে ‘কন্যাদান পলিসি’।

এই কন্যাদান পলিসি করার ক্ষেত্রে মেয়ের ন্যূনতম বয়স ১ বছর হতে হবে। সেই ক্ষেত্রে বাবা-মায়ের বয়স ৩০ হওয়া বাধ্যতামূলক। মূলত, এলআইসির কন্যাদান পলিসি ২৫ বছরের একটা প্ল্যান। যদিও এই পলিসির ক্ষেত্রে কেবল ২২ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে আপনাকে।তবে মেয়ের বিভিন্ন বয়সে করা যাবে এই পলিসি। সেই ক্ষেত্রে বেড়ে যাবে প্রিমিয়ামের টাকা।

পলিসির মেয়াদ কমে যাওয়ার কারণেই এই টাকা বাড়াতে হয়েছে LIC-কে। ১৩ বছরের জন্য এই পলিসি নেওয়া যেতে পারে। বিবাহ ছাড়াও এই টাকায় মেয়ের শিক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। যদি কেউ চিন্তা করেন, তাহলে দেখা যাবে মেয়ের শিক্ষা থেকে তাঁর বিয়ের চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন কোনও ব্যক্তি।

এলআইসির এই পলিসি করতে আধার কার্ড, পরিচয়পত্র, ঠিকানার প্রামাণ্য নথি ছাড়া পাসপোর্ট সাইজ ছবি লাগবে।পাশাপাশি একটা স্বাক্ষরিত আবেদনপত্র জমা দিতে হবে পলিসি হোল্ডারকে। অবশ্যই এর সঙ্গে চেক বা নগদে দেওয়া প্রথম প্রিমিয়ামের টাকা জমা দিতে হবে ব্যক্তিকে।যার নামে পলিসি হবে জমা দিতে হবে তার জন্মের শংসাপত্র।

যদি পলিসি গ্রহণকারী (এলআইসি কন্যাদান পলিসি ডেথ বেনিফিট) তা নেওয়ার পরে মারা যান, তাহলে তার পরিবারকে প্রিমিয়াম দিতে হবে না। যদি মৃত্যু দুর্ঘটনাজনিত হয়, তাহলে পরিবার একসঙ্গে ১০ লক্ষ টাকা পাবে। যদি স্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হয় তাহলে ৫ লক্ষ টাকা দেওয়া হবে।

Related posts

লোকে তার স্বামীকে তার শ্বশুর ভাবে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পাকিস্তানি দম্পতির কাহিনী

News Desk

আইআইটি থেকে পাশ করে গোয়ালা, আয় কত জানলে চমকে যাবেন

News Desk

পরিবারের নিষেধাজ্ঞায় ক্লান্ত হয়ে অশ্লীল তারকা হয়ে গেলেন মেয়ে, তারপর যা করলো পরিবার

News Desk