Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

স্বল্পবয়সীরা দিনে ১ ঘণ্টার বেশি গেম খেলতে পারবে না, কঠোর আইন আনল চীনের সরকার

অনলাইন দুনিয়ার জালে ভবিষ্যৎ প্রজন্মকে আবদ্ধ রাখতে চায় না চিন। তাই এবার থেকে অনলাইন গেমস (Online Games) খেলার অনুমতি পাবে শিশুরা কেবলমাত্র এক ঘণ্টা করেই। চিনা (China) প্রশাসন কড়া অনুশাসনে রাখতে এমনটাই নিদান দিয়েছে।দেশের সমস্ত গেমিং সংস্থাগুলিকে এই মর্মে সময়ের মাপকাঠি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে চিনের ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে। যেখানে বলা হয়েছে, কেবলমাত্র এক ঘণ্টা করেই অনলাইন গেমস খেলতে পারবে ১৮ বছরের নীচের শিশুরা। আরও অনলাইন গেমসের প্রতি ঝোঁক কমিয়ে ফেলতে শুক্র থেকে রবিবার অর্থাৎ ছুটির দিনগুলোয় সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন গেমসের সময় ছুটির দিনগুলিতেও বেধে দেওয়া হয়েছে।গেমস খেলার অনুমতি দেওয়া হয়েছে শিশুদের। কেবলমাত্র রাত আটটা থেকে ন’টা পর্যন্ত সংস্থাগুলিকেও এই সময়ের বাইরে গেমস চালু না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী,শিশুদের নিজেদের আসল নাম-পরিচয় দিতে হবে অনলাইন অ্যাকাউন্ট খুলে গেমস খেলার জন্য । চিন সরকার এমনটাও বাধ্যতামূলক করেছে।

১৮ ঊর্ধ্বদের জন্য এই নিয়মে সামান্য ছাড় রয়েছে। অনলাইন গেমস খেলার অনুমতি রয়েছে তাঁদের দিনে দেড় ঘণ্টা এবং সপ্তাহান্তে তিন ঘণ্টা করে । কিন্তু, দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই, অপ্রাপ্তবয়স্করাও এই সুবিধা ব্যবহার করে থাকে ইচ্ছাকৃতভাবে বয়স ভাঁড়িয়ে। যা রুখতে প্রশাসন আরও কঠোর। শিশুদের আসক্তি (Online Games Addiction) অনলাইন গেমসের প্রতি কমাতেই এই কড়া সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন। নাবালকদের মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইন্টারনেট নির্ভরতা। দেশের সরকার শিশুদের সামাজিকভাবে, সকলের মধ্যে বেড়ে ওঠার সুযোগ কমে আসছে বলেও উদ্বিগ্ন। আধুনিক প্রজন্মের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার লক্ষ্যে অনলাইন গেমসের প্রতি আসক্তি কমাতে তৎপর প্রশাসন আর সেই কারণেই ।

Related posts

অদ্ভুত অনুষ্ঠানে চক্ষু ছানাবড়া! এনগেজমেন্টে একে অপরের রক্তপান করলেন মেগান-কেলি জুটি

News Desk

‘গলার স্বর শুনেই’ বোঝা যাবে ওমিক্রন আক্রান্ত কি না! কীভাবে? জানাচ্ছে গবেষণা

News Desk

বাড়ির লোক সম্পর্ক মানছে না! উদ্যোগী হয়ে বিয়ে দিল পুলিশ, থানাতেই বসলো বিয়ের আসর

News Desk