Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অর্ডারের খাবার দিতে দেরি, গুলি করে রেস্তোরাঁ মালিক কে খুন করল স্যুইগি ডেলিভারি বয়

এক রেস্তোরাঁ মালিককে গুলি করে খুন করল সুইগি ডেলিভারি বয় খাবারের ডেলিভারিতে দেরি হওয়ায়। আর সেই ‘অপরাধেই’ প্রাণ গেল রেস্তোরাঁর মালিকের। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গ্রেটার নয়ডার এই ঘটনায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। গুলি করে তাঁকে খুন করার অভিযোগ খাবার ডেলিভারি সংস্থা স্যুইগির এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে উঠল। ইতিমধ্যেই পুলিশ ওই ডেলিভারি বয়ের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

একটি রেস্তোরাঁ রয়েছে নয়ডায় সুনীল আগরওয়াল নামে এক ব্যক্তির। জানা গেছে, সুনীল নামের ওই ব্যক্তি গ্রেটার নয়ডার মিত্রা সোসাইটিতে একটি বহুতলের নীচে জ্যাম জ্যাম নামের একটি রেস্তোরাঁ চালাতেন। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সোয়া ১২টা নাগাদ সুইগির অভিযুক্ত ডেলিভারি বয় ওই রেস্তোরাঁয় পৌঁছয় চিকেন বিরিয়ানি ও পুরি সব্জি নিতে

কটি অর্ডার নিতে মঙ্গলবার রাতে সেখানে যায় ওই ডেলিভারি বয়। স্থানীয়দের কথা অনুসারে, রেস্তোরাঁর এক কর্মী তাকে বিরিয়ানিটা দিয়ে বলেন আর একটি অর্ডার তৈরি হচ্ছে এবং কিছুটা সময় লাগবে। রেস্তোরাঁর এক কর্মীর সঙ্গে সেই ঘটনা নিয়েই বাদানুবাদ হয় ডেলিভারি বয়-এর। সুনীল ঘটনার মধ্যস্থতা করতে আসেন। অভিযোগ তখনই ওই যুবক তাঁর মাথায় গুলি করে বলে। সুনীলকে সঙ্গে সঙ্গে রেস্তরাঁর কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ডেলিভারি বয় বেগতিক বুঝে দ্রুত চম্পট দেয়।

‘ডেলিভারি বয়’দের বিশ্রাম না দেওয়া, সময়ে খাবার পৌঁছনো নিয়ে ক্রমাগত তাড়া দেওয়ার অভিযোগ আছে স্যুইগি, জ়োম্যাটো এই সংস্থাগুলির বিরুদ্ধে। পুলিশ মনে করছে, এ ক্ষেত্রেও সংস্থা তার টাকা কেটে নিতে পারে সময়ে ডেলিভারি দিতে না পারলে, এই থেকেই সম্ভবত সে এই কাণ্ড ঘটায়। তবে পুরোনো কোনও শত্রুতা আছে কি না, তাও দেখছে পুলিশ।

Related posts

প্রচন্ড উত্তেজনা নিয়ে যৌনতায় মত্ত ব্যক্তির যৌনাঙ্গ ভাঙলো উলম্ব ভাবে। কীভাবে সম্ভব ? দুনিয়ার ডাক্তাররা ভেবেই পাচ্ছেন না

News Desk

আজ ফলহারিণী কালীপুজো, জানেন কি এর মাহাত্ম্য? মিলতে পারে সমস্ত কর্মফল থেকে মুক্তি

News Desk

জানতেনই না গর্ভবতী! অফিস থেকে ফিরে বাচ্চার জন্ম দিল, পরদিন আবার অফিসে গেল

News Desk