Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

জানেন কি Amazon-এরই রয়েছে আরেকটি ওয়েবসাইট! অনেক দামে পাওয়া যায় দরকারি সব সামগ্রী

আমাজন (Amazon) নামটা কারও অজানা নয়নলাইন শপিংয়ের জগতে। এক ক্লিকেই সেখানে পাওয়ায় যায় প্রয়োজনীয় সামগ্রী। তবে যেটা অনেকেই জানেন না, তা হল- একটি ‘গোপন’ ওয়েবসাইটও রয়েছে Amazon-এর। যেখানে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী অনেক কম দামে পাওয়া যায়। দামটা নাকি অর্ধেকেরও অনেক কম কিছু কিছু ক্ষেত্রে।

দোকানপাট লকডাউনে বন্ধ ছিল। তখন সাধারণ মানুষ কেনা কাটার জন্য অনলাইন মাধ্যমকেই বেছে নিয়েছিলেন। Amazon অনেকেরই নিশ্চিন্তের ঠিকানা হয়ে উঠেছিল। সাধারণত অনেক অফার চলে বিভিন্ন অনলাইন শপিং ওয়েবসাইটগুলোতে। তবে তারচেয়েও অনেক কম দামে সামগ্রী পাওয়া যায় Amazon-এর ওই গোপন ওয়েবসাইটে। সাধারণত ওই ওয়েবসাইটে ফিরিয়ে দেওয়া আইটেমগুলি কেনা যায়।

মার্টিন লুইসের (Martin Lewis) ওয়েবসাইট moneysavirngexpert.com একজন গ্রাহকের বক্তব্য তুলে ধরেছে। তিনি বলেন, ‘‘ একবার আমি অ্যামাজন ওই ওয়েবসাইটে ঢুকেছিলাম একটি প্রেশার ওয়াশার কেনার জন্য৷ অন্যা অনেক ওয়েবসাইটে ওই জিনিসটার ২০ হাজার টাকা বা তারও বেশি দাম দেখাচ্ছিল। ওই জিনিসটাই আমি মাত্র ১৩ হাজার টাকায় পেয়েছিলাম অ্যামাজন ওয়্যারহাউজে ৷ এরপর থেকে ওখান থেকেই কেনা শুরু করি আমি ৷’

জানা গিয়েছে, যাঁরা ওই গোপন ওয়েবসাইট Amazon-এর থেকে সামগ্রী কিনবেন, তাঁরাও পাবেন কাস্টমার কেয়ারের সুবিধা ৷ এছাড়া তাঁরা রিটার্ন পলিসির সুবিধাও পাবেন অ্যামাজনের ৷

অ্যামাজন ওয়্যারহাউজে (Amazon Warehouse) ৪০ হাজারের বেশি সামগ্রী রয়েছে৷ যা অর্ধেকেরও কম দামে কিনতে পারবেন গ্রাহকরা৷ সেখানে ৩৪টি বিভাগ রয়েছে৷

রইল অ্যামাজনের ওয়্যারহাউজের লিঙ্ক https://www.amazon.com/Warehouse-Deals/b/?ie=UTF8&node=10158976011&ref_=sv_gb_4

Related posts

OMG! ১৭ বছর বয়সী ছেলে, না ঘুমিয়ে কাটিয়ে দিল ১১ দিন! জানেন তারপর কি হলো?

News Desk

মিলনের সময় বেশি সুখ পেতে বেছে নিন সেরা কন্ডোম! জেনে নিন কোন কন্ডোম আপনার জন্য উপযুক্ত

News Desk

অদ্ভুত বিয়ের ভিডিও ভাইরাল: বর বলল ‘কুবুল হ্যায়’, আনন্দে সকলের সামনেই নববধূ যা করলো

News Desk