Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করলে মিলবে ২ লক্ষ পর্যন্ত টাকা, আরো একাধিক সুবিধা! আজই করুন

সরকার ই শ্রম পোর্টাল (e-SHRAM Portal) লঞ্চ করেছে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের জন্য৷ দেশের প্রতিটা কর্মীর হিসেব রাখা হবে এই পোর্টালের মাধ্যমে৷ প্রায় ৩৮ কোটি মজুরের জন্য ১২ অঙিকের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর আর ই শ্রম কার্ড জারি করা হবে অসংগঠিত ক্ষেত্রে৷ যা মান্যতা পাবে সারাদেশে৷ এরফলে একটা নতুন পরিচিতি পাবে কোটি কোটি অসংগঠিত কর্মীরা ৷

সরকার এখন অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM) এই ঘোষণার পর, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) এবং প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনার (PMJJBY) লাভ পাবে৷

অসংগঠিত ক্ষেত্রের প্রায় ৩৮ কোটি মজুরের জন্য ১২ নম্বরের ইউএএন নম্বর জারি করা হবে কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রালয়৷ কল্যাণকারী যোজনার পোর্টিবিলিটি পাওয়া যাবে এই পদক্ষেপের জেরে৷ মজুররা অন্য লাভের ফায়দা পাবেন সংকটের সময়৷

কোনও শ্রমিক ই -শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করায় তাহলে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনসিওরেন্স দেওয়া হবে তাঁকে৷ এতে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে একবছরের প্রিমিয়াম ৷ যদি দুর্ঘটনার শিকার হন রেজিস্ট্রার্ড শ্রমিক তাহলে তার মৃত্যু বা পুরোপুরি বিকলাঙ্গ হয়ে গেলে ২ লক্ষ টাকা পাবেন৷ স্কিম অনুযায়ি ১ লক্ষ টাকা পাবেন আংশিক বিকলাঙ্গ হলে৷

রেজিস্ট্রেশন কী করে করবেন

পোর্টালের অফিসিয়াল পেজ e-SHRAM https://www.eshram.gov.in/ যান৷

এরপর রেজিস্ট্রেশন করুন তাতে লিঙ্ক করুন হোমপেজে ই শ্রমে৷

করতে হবে সেলফ রেজিস্ট্রেশন https://register.eshram.gov.in/#/user/self
নিজের আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দেবেন সেলফ রেজিস্ট্রেশনে ব্যবহারকারী>>ক্যাপচা (captcha) দিতে হবে তারপর কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন (EPFO) বা কর্মচারী রাজ্য বিমা নিগম (ESIC) বিকল্পের সদস্য ও ক্লিক করবেন ওটিপি দিয়ে৷

এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরো হওয়ার জন্য এবং তারপরের প্রক্রিয়া পালন করতে হবে৷

টোল ফ্রি নম্বর শ্রমিকের সহায়তার জন্য থাকবে- এতে নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত মজুর ছাড়া, পরিযায়ী শ্রমিক, ঘরোয়া কাজের সঙ্গে যুক্ত কর্মীরাও থাকতে পারবেন৷ মন্ত্রকের পক্ষ থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা শুরু থেকেই নিজেদের রেজিস্ট্রেশন করাতে পারবেন তা জানানো হয়েছে৷ পোর্টাল শুরু হয়েছে ২৬ অগাস্ট থেকে৷ শুরু করা হয়েছে এদের রাষ্ট্রীয় টোল ফ্রি নম্বর ১৪৪৩৪ ও৷

Related posts

বাড়ির বউদের নিয়ে তৈরী লুটেরা গ্যাং! গাড়ী থামিয়ে লুটপাট চলছে খোদ কলকাতার বুকে

News Desk

গাড়িতেই উঠলো প্রসব বেদনা! অটোপাইলট মোডে গাড়ি রেখে সন্তানের জন্ম দিলেন মহিলা

News Desk

গায়ে হলুদের চলার সময় হঠাৎই পেটে যন্ত্রণা, বিয়ের আগের দিন সন্তানের জন্ম দিলেন কনে !

News Desk