Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১৭ বছরের নাবালককে বিয়ে করে যৌন অত্যাচার । ধৃত যুবতী

১৭ বছরের সদ্য এইচ এস পাশ করেছে তরুণ। তাকে নিয়েই পালিয়ে গিয়ে বিয়ে করল এক ১৯ বছরের যুবতী। শুধু তাই নয় নাবালক ওই তরুণের উপর রীতিমত যৌন নির্যাতন চালায় ওই তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রাজ্যের কোয়েম্বাত্তূর জেলার পোলাচ্চি এলাকায়। নাবালক ওই যুবক পালিয়ে বিয়ে করার পরই সবটা জানার পর ওই যুবকের বাড়ির তরফ থেকে পুলিশে নাবালককে বিয়ে এবং যৌন নিপীড়নের একটি অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিশ গ্রেফতার করার আগেই থানায় এসে আত্মসমর্পণ করেন ওই অভিযুক্ত তরুণ।

কিছুদিন আগেই প্রাপ্ত বয়স্ক হয়েছে ওই তরুণী। বর্তমানে উনিশ বছর বয়স তার। তিনি পোলাচ্চির একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেখানেই এই নাবালক কিশোরের সাথে আলাপ হয় তাঁর। ক্রমশঃ দুজনের মধ্যে বাড়ে ঘনিষ্ঠতা। তৈরি হয় প্রেমের সম্পর্ক। এরপরেই গত বৃহস্পতিবার সতেরো বছরের ওই তরুণীকে নিয়ে পালাল ওই যুবতী। তাঁরা দুজনই পালিয়ে গিয়ে পালানিতে ওঠেন। সেখানে একে ওপরকে বিয়েও করেন। দু’দিনের মাথায় আবারও ফিরে আসেন কোয়েম্বত্তূর জেলায়। দুজনেএকটি ভাড়া বাড়ি নিয়ে থাকতে শুরু করেন।

ওই নাবালক কিশোরের পরিবারের লোকজনের অভিযোগ, ওই ভাড়া বাড়িতেই যৌনতায় লিপ্ত হন দু’জনে, হাত পা বেঁধে কিশোরের উপর যৌন নির্যাতন চালাতে থাকে ওই তরুণীও বলেও অভিযোগ। জানা গেছে নিজের নাবালক ছেলের উপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ নিয়ে তার মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই যুবতীর বিরুদ্ধে। পুলিশ অবশ্য ওই তরুণী কে গ্রেফতার করার আগেই অবশ্য অভিযুক্ত যুবতী পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেন। তাঁকে আটক করেছে পুলিশ। নাবালককে বিয়ে করার কারণে পকসো আইনের আওতায় এনে একাধিক আইনে মামলা দায়ের করা হয়। আদালতে ওই তরুণী কে পেশ করা হলে বিচারবিভাগীয় জেল হেফাজতে পাঠানো হয় ওই যুবতীকে।

Related posts

প্যাকেটজাত জলের বোতলের গায়ে থাকে এক্সপায়ারী ডেট! জলও কি তাহলে খারাপ হয়?

News Desk

বাড়ীতে গচ্ছিত থাকা সোনার উপরেও মিলবে সুদ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারী প্রকল্প দিচ্ছে সুযোগ

News Desk

ভারতে আবারও অল্প বাড়লো করোনা সংক্রমনের দাপট? নতুন ওমিক্রণ ঘিরে শঙ্কা

News Desk