Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জীবনে আমি ভুল করেছি, সোশ্যাল মিডিয়াতে স্বীকারোক্তি অভিনেত্রী শিল্পা শেট্টির।

স্বীকার করেছেন তিনি জীবনে ভুল করেছেন। সোশ্যাল মিডিয়াতে শিল্পা শেঠীর পোষ্ট ঘিরে জল্পনা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে শিল্পা হলিউড অভিনেত্রী সোফিয়া লোরেনের একটি কোট শেয়ার করেন। সেখানেই নিজের জীবন ঘিরে ওই কথা লিখেছেন শিল্পা।

কিছুদিন আগেই স্বামী সন্তান নিয়ে শিল্পা শেঠির সাজানো জীবনে আচমকাই নেমে এসেছে ঝড়। পর্ন সিনেমা বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তার স্বামী রাজ কুন্দ্রা। পর্ন কাণ্ডে মুম্বাই পুলিশের হাতে রাজ গ্রেফতার হওয়ার পর কী একজন পর্ন মুভি নির্মাতাকে বিয়ে নিয়ে তাঁর মনে কোনও আফসোস তৈরি হয়েছে? কি লেখা ছিল সেই কোটে?

সোফিয়া লরেনের উদ্ধৃত সেই কোটে লেখা ছিল, ‘ সম্পূর্ন জীবনকে বুঝতে গেলে যে মূল্য দিতে হয় তারই অঙ্গ এই সমস্ত ভুল। কিছু ভুল না করলে জীবন মজাদার আর রোমহর্ষক হবে কী করে? আমরা আশা করতে পারি, আমাদের করা ভুল জীবনে বিশাল মাপের হবে না বা এই সব ভুলের জন্য কারও ক্ষতি হবে না। কিন্তু ভুল তো মানুষ মাত্রেই হয়।’ এখানেই শেষ নয়। সোফিয়া লরেনের সেই কোটে লেখা ছিল, ‘আমরা জীবনে নানা সময়ে করা ভুলকে দুই রকম ভাবে দেখতে পারি। এমন কোনো ভুলের ঘটনা যা ভুলে যেতে চাই অথবা এমন ভুলের অভিজ্ঞতা যা ছিল চ্যালেঞ্জিং এবং মজাদার। না, আমাদের করা ভুলের কথা বলছি না। কিন্তু সেই সব ভুল থেকে আমরা যে সব শিক্ষা পেয়েছি সেগুলির কথা বলছি।’ শেষে আরও লেখা, ‘আমি ভুল করব, আর সেই ভুলের জন্য নিজেকে ক্ষমাও করে দিতে থাকবো এবং সেই ভুলের থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাব।’

এই কোট লেখা পোস্টটি শিল্পা শেঠী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বইয়ের পাতার ছবি সহ শেয়ার করে নীচে একটি ইনস্টাগ্রাম স্টিকার যোগ করেন। আর সাথে নিজেও কাপশন দেন, “I made a mistake but it’s ok.”। এই ঘিরেই নেটিজনদের প্রশ্ন! তাহলে জীবনে করা কোন ভুলের দিকে ইঙ্গিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী।

প্রসঙ্গত স্বামী রাজ কুন্দ্রার পর্ন ঘটনায় নাম জড়ানোর পর নিজেকে অনেকদিন গুটিয়ে রেখেছিলেন শিল্পা। অবশেষে এক মাস পরে তিনি ফিরে আসেন তার জনপ্রিয় শো Super Dancer 4-এ সেটে। বিচারকের আসনে আবারও দেখা যাচ্ছে শিল্পা শেঠিকে। উল্লেখ্য ওই শোতে একটি লক্ষ্মীবাঈ-এর উপর নাচের পারফরমেন্সে রানি এবং তাঁর বীরত্ব দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন শিল্পা। এমনকি বলেন যে কোনো স্ত্রীর পাশে তার স্বামী না থাকলে লড়াইটা কঠিন হয়ে যায়।

Related posts

পুনঃসংক্রমনে ডেল্টার থেকেও তিনগুণ জোরালো ওমিক্রন, সতর্ক করল WHO

News Desk

ভয়াবহ! স্বামীর সামনেই স্ত্রীকে ঘিরে ধরলো ৬ জন! একের পর এক চললো অত্যাচার

News Desk

বড় বদল আসছে কার্ড ব্যাবহার করে লেনদেনে! এবার থেকে মনে রাখতে হবে ১৬ সংখ্যার নম্বর

News Desk