চিড়িয়াখানার এক শিম্পাঞ্জির সঙ্গে প্রেমের সম্পর্ক এক মহিলার। বিষয়টি বোধগম্য হতেই প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই প্রেমের সম্পর্কের জেরে চিড়িয়াখানায় প্রবেশ নিষিদ্ধ হল শিম্পাঞ্জির চার বছরের প্রেমিকা ওই মহিলার (Woman Banned From Entering Zoo)। ব্যতিক্রমী এই প্রণয়ের সম্পর্কের ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের এক চিড়িয়াখানায় (Belzium Zoo)। তাদের মধ্যে প্রেমের বিষয়ে মহিলা নিজেই জানিয়েছেন। সম্পর্কের কথা স্বীকার করে এডি টিমারম্যানস নামের ওই মহিলা জানিয়েছেন যে তিনি সত্যি সত্যিই ৪ বছর প্রেম করছেন ওই শিম্পাঞ্জির সঙ্গে (Relationship with Chimpanzee)।
বেলজিয়ামের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের প্রেমের এই কাহিনী। প্রতিবেদন অনুযায়ী বেলজিয়ামের অ্যান্টওয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, শিম্পাঞ্জির ভালর জন্য ওই মহিলা কে পশুটির থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। কিন্তু দীর্ঘ চার বছর পরে তারা এই ঘটনার ব্যাপারে টের পেলেন কীভাবে?
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত চার বছর ধরে ওই মহিলা প্রতিদিনই প্রায় ওই চিড়িয়াখানায় আসতেন। কিন্তু তিনি অন্য কোনো পশুপাখির ঘরের সামনে যেতেনই না। পুরো সময়টাই কাটতেন শিম্পাঞ্জিদের কাচঘেরা ঘরের সামনে। দু ‘জন কে তারা দেখেছেন কাচে হাত বুলিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে। আকার ইঙ্গিত করতে। প্রথমে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভেবেছিলেন এডি বোধহয় শিম্পাঞ্জি বিষয়ে জানতে আগ্রহী, হয়ত তিনি একজন পশুপ্রেমী। কিন্তু, আস্তে আস্তে নজর রেখে তারা খেয়াল করলেন যে ওই মহিলা বাকি কোনো শিম্পাঞ্জির সাথে নয়, কথা বলা বা ভালোবাসার প্রকাশ মাত্র একটি শিম্পাঞ্জির সঙ্গেই করেন। এমনকী, একে অপরের দিকে চুম্বনও ছুঁড়ে দিচ্ছেন।
চিতা নামে একটি ৩৮ বছর বয়সী পুরুষ শিম্পাঞ্জির সঙ্গেই এডি কাটাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা অনেক সময় এমন ঘটনা দেখা যায় ছেলে-মেয়ের মধ্যে সম্পর্কে বাঁধা হয়েছে পরিবার বা অন্যান্য তেমন কিছু বিষয়। কিন্তু এইক্ষেত্রে বেলজিয়ামের এমন মানুষে-পশুতে ভিন্নধর্মী প্রেমে বাঁধা হয়ে দাঁড়িয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
শিম্পাঞ্জির সঙ্গে প্রেমে মেনে নেওয়ার পর ওই মহিলাকে আর চিড়িয়াখানায় আসতে মানা করে দেওয়া হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এই সিদ্ধান্ত তারা ওই শিম্পাঞ্জির ভালোর জন্যই নিয়েছেন। কেনোনা এই ধরনের ঘটনার পর নিজস্ব সঙ্গীদের থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছিল ওই ৩৮ বছর বয়সী শিম্পাঞ্জি চিতা। ওই মহিলার সাথে সময় কাটানোর জন্য অন্যান্য শিম্পাঞ্জিরা তার সাথে মিশত না। ফলে ক্রমশঃ একা হয়ে পড়ছিল। যা তার জন্য একেবারেই ভালো না।