Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

১ দিনে সংক্রমন বাড়লো ৯, হাজারেরও বেশী, আবারো দেশে বাড়ছে করোনা অ্যাক্টিভ কেস

আবারও ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমনের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ৯ হাজারেরও বেশি বাড়ল নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। ২ দিন আগেই করোনা সংক্রমন ছিল ২৫ হাজারের মতন। অল্প সময়ের মধ্যেই আবারও দ্রুত হারে বাড়ল দেশের করোনা সংক্রমন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন দেশের ৪৬ হাজার ১৬৪ জন। গতকাল বুধবারও এক দিনে সংক্রমিত হয়েছিলেন ৩৭ হাজার ৫৯৩ জন। এর আগের দিন মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত হয়েছিলেন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ৭২ জন। রবিবার দিন দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৯৪৮।

 

দেশে এই নিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনার বলি ৬০৭।  অবশ্য আগের দিনের থেকে মৃত্যুহার কমেছে অল্প। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৪৮। মঙ্গলবার মারা গিয়েছিলেন ৩৫৪ জন। আগের দিন সোমবার করোনায় মৃত্যু হয়েছিল ৩৮৯ জনের। রবিবার দিন দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছিলেন ৪০৩ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জনের।

কমেছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৫৯ জন। তার আগের দিন বুধবার সুস্থ হয়েছিলেন ৩৪ হাজার ১৬৯ জন। মঙ্গলবার দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন। সোমবার দেশে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৫৭ জন। এর আগের দিন রবিবার ৩৮ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে আবারও বাড়ল অ্যাকটিভ করোনা কেস। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫।

করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকরণে (Corona vaccine)। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন মোট ৮০ লক্ষ ৪০ হাজার ৪০৭ জনের টিকাকরণ হয়েছে। এ নিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ৬০ কোটি ৩৮ লক্ষ ৪৬ হাজার ৪৭৫।

Related posts

বসের সঙ্গে স্ত্রীর সঙ্গমের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট স্বামীর! ফলাফল ভয়ানক

News Desk

গলায় মাদুলি ঝোলালেই মিলবে করোনা থেকে মুক্তি! রমরমিয়ে বিক্রি হচ্ছে এই স্থানের গ্রামে গ্রামে

News Desk

সামনেই ধনতেরাস ! সোনা কেনার আগে মাথায় রাখুন এই পাঁচটি বিষয়! নাহলে ঠকতে হবে

News Desk