Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আবারও ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড হারে মাথাচাড়া দিল করোনা সংক্রমণ, বাড়ল ৪৭.৬%

কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। তারই মধ্যে ফের দেশের ঊর্ধ্বমুখী সংক্রমণ নতুন করে বাড়াল উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার একলাফে বৃদ্ধি পেল প্রায় ৫০ শতাংশ।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৭ হাজার ৫৯৩ জন নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় প্রায় ৪৭.৬ শতাংশ বেশি। একদিনে এতটা সংক্রমন বৃদ্ধি আগামী তৃতীয় ঢেউ নিয়ে মানুষের মনে উদ্বেগের সৃষ্টি করেছে।

এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় প্রাণ হারালেন ৬৪৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৮ জন।

২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের যেমন বেড়েছে তেমনি পাশাপাশি বাড়ল করোনা অ্যাকটিভ কেসও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৩২৭ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সুস্থতার হার অবশ্য সাহস জোগাচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৭ লক্ষ ৫৪ হাজার ৩২৭ জন করোনা কে প্রতিহত করে সুস্থ হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৯ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে তৃতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে গোটা দেশজুড়ে। দেশে এখনও পর্যন্ত দেশে প্রায় ৫৯ কোটি ৫৫ হাজারেরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই পুরো দেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৬১ লক্ষের বেশি। তবে নতুন করে আক্রান্ত করোনা রোগী শনাক্ত করতে অব্যাহত করোনা টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৯২ হাজার ৭৫৫ টি করোনা সন্দেহে নমুনা পরীক্ষা হয়েছে।

Related posts

ট্যাটু করতে করতেই যৌন লালসা মেটাত ট্যাটু শিল্পী! ট্যাটু শিল্পীর আচরণ নিয়ে বিস্ফোরক মহিলারা

News Desk

২৬ নভেম্বর: সংবিধান দিবস থেকে ২৬/১১ এর মুম্বাই হামলা, উল্লেখযোগ্য ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk

বিয়ের মণ্ডপে হঠাৎই হাজির পুলিশ বাহিনী! সরাসরি লক আপে পৌঁছল বর! জানুন কেন!

News Desk