Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনার মধ্যেই মথুরায় আতঙ্ক ছড়াচ্ছে অজানা জ্বর, এক সপ্তাহে মৃত ৫ শিশু-সহ ছয়

প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের নাজেহাল অবস্থা হওয়ার পর এবারে গোটা দেশে এবার দিন গুনছে আসন্ন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার । তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভবনা সবথেকে বেশি বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) হানা দিয়েছে অজানা এক জ্বর। যাতে এখনও পর্যন্ত এক সপ্তাহের মধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। আর উল্লেখযোগ্য বিষয় এই যে মৃতদের মধ্যে রয়েছে পাঁচ জন শিশুও।

শুধুমাত্র উত্তরপ্রদেশই নয় রাজস্থানের ভরতপুরেও সম্প্রতি এক অজানা জ্বরের আতঙ্ক ছড়িয়েছে। উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সেই রাজ্যের মথুরা এবং আগরায় কমপক্ষে ৮০ জন রোগী অজানা জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা চলাকালীনই দুই নাবালকের মৃত্যু হয়৷ এদের নাম ছিল সেবক (৯ বছর) ও হানি (৬ বছর)৷ গায়ে ভীষণ জ্বর নিয়ে এই দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল৷ একই উপসর্গ ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভরতির পর মৃত্যু হয় আরও চার শিশুর৷ মৃতেদের নাম হল, বছর ১৯ এর তরুণী রুচি, অবিনাশ (৯ বছর ), রোমিয়া(২ বছর) এবং রেখা(১ বছর)৷

Unknown fever in Mathura

ধুম জ্বর নিয়ে হাসপাতালে এসে ভর্তি হয়েছিল উত্তরপ্রদেশের গ্রামের ওই সব শিশুরা। প্রত্যেকেরই মধ্যেই উপসর্গ মিল ছিল বলে জানিয়েছে উত্তর প্রদেশের স্বাস্থ্য দফতর। মুখ্য স্বাস্থ্য আধিকারিক রচনা গুপ্ত জানিয়েছেন, চিকিৎসকদের একটি দল উত্তর প্রদেশের ওই গ্রামে গিয়ে জ্বরে আক্রান্ত রোগীদের এবং তাদের সন্নিকটে আসা তাঁদের পরিজনদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে এনেছে। নমুনাগুলো ম্যালেরিয়া, ডেঙ্গি এবং করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে আধিকারিকরা জানিয়েছেন, যে ছয় জন অজানা জ্বরে ভুগে মারা গেছেন সেই জ্বরের বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ তবে ডেঙ্গি জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে৷ কারণ গায়ের তাপমাত্রা বাড়ার পাশাপাশি আক্রান্তদের রক্তে প্লেটলেটের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল৷ ইতিমধ্যেই জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হয়েছে গোটা গ্রামেই৷ বাসিন্দাদের কেউ অল্প মাত্রতেও অসুস্থ হলেও দ্রুত হাসপাতালে পৌঁছে রিপোর্ট করতে বলা হয়েছে৷

Related posts

আবারও রাজ্য করোনা গ্রাফ নিম্নমুখীর সাক্ষী, এর মধ্যেই করোনাবিধিতে ছাড় দিলো রাজ্য

News Desk

ডজনখানেক কোবরা সাপের মধ্যে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন ব্যাক্তি! অলৌকিক ক্ষমতা নাকি অন্য কিছু

News Desk

ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করলে মিলবে ২ লক্ষ পর্যন্ত টাকা, আরো একাধিক সুবিধা! আজই করুন

News Desk