Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জানেন! প্রতি পাঁচ জন মহিলার মধ্যে এক জন মহিলা নিজের যৌন জীবনে অতৃপ্ত থাকেন!

অল্প বয়সী মহিলাদের মধ্যে অধিকাংশই নিজের যৌন জীবনে তৃপ্ত হন না। বেশিরভাগ মহিলাই ভোগেন যৌনতা সম্পর্কিত অতৃপ্তিতে। এমনটাই উঠে এসেছে অস্ট্রেলিয়ার এক গবেষণায়। অস্ট্রেলিয়ায় নারীদের যৌন তৃপ্ততা বিষয়ক দেশটির নাম। ওই মহাদেশের মোনাশ ইউনিভার্সিটির করা এক গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। অস্ট্রেলিয়ার প্রতি পাঁচ জন নারীর একজনই যৌন অতৃপ্ততায় ভোগেন জীবনে।

১৮ বছর বয়সী থেকে ৩৯ বছর বয়সী নারীদের যৌনজীবনের উপর করা হয়েছে একটি সমীক্ষা। তাঁদের গবেষণায় উঠে এসেছে নারীদের ব্যাক্তিগত জীবনের আসল চিত্রটা। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির নারী স্বাস্থ্য গবেষণাকারী আওতায় এই সেক্স লাইফের বিষয়ক সমীক্ষাটি চালানো হয়। সম্প্রতি একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জার্নাল ফার্টিলিটি অ্যান্ড স্ট্রিলিটিতে তাদের গবেষণার ফল প্রকাশিত হয়।

অস্ট্রেলিয়ান মোনাশ ইউনিভার্সিটির উমেন’স হেলথের প্রফেসর সুসান ডেভিস জানান, বাকি নানান চাহিদার মতন যৌনতা হলো একটি প্রত্যেক মানুষের একটি মৌলিক মানবাধিকার এবং এটি খুবই সাধারণ বিষয়। এই সমীক্ষায় উঠে আসা তথ্য অত্যন্ত চিন্তার বিষয় যে অস্ট্রেলিয়ার পাঁচ জন নারীর মধ্যে প্রতি একজন নিজের যৌন জীবনে সুখী নন এবং অতৃপ্ততায় ভোগেন।

হেলথের প্রফেসর সুসান ডেভিস আরও বলেন, মোনাশ ইউনিভার্সিটির এই গবেষণাটি অল্প বয়সীদের যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনা করার জন্য বেশী ওপেন হওয়া দরকার এমনটাই ইঙ্গিত দেয়। যৌনতা বিষয়ে যথেষ্ট প্রস্তুতি নেওয়ারও ইঙ্গিত দেয়। যৌনস্বাস্থ্য নিয়ে চিকিৎসা করেন এমন চিকিৎসকদের জন্য এটি এক ধরনের সতর্কবার্তা। তিনি বলেন, যৌন জীবনে অতৃপ্ততা মানুষের জীবনে আনতে পারে ডিপ্রেসন এবং জীবনের বাকি সম্পর্কগুলোতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। তাই এই সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত।

Related posts

বাড়িতে অশান্তি, রাগের মাথায় একরত্তি মেয়েকে নদীতে ছুড়ে ফেললেন বাবা, পরিণতি ভয়াবহ

News Desk

পৃথিবীর এই দেশে মারা যাওয়া অবৈধ এবং মৃতদের সমাধি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ! জানেন কোন জায়গা

News Desk

‘এমন পোশাক পরলে তো ধর্ষণে হবেই’! পোশাক পড়া নিয়ে মহিলাকে কটূক্তি ঘিরে ধুন্ধুমার

News Desk