Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বড় বদল আসছে কার্ড ব্যাবহার করে লেনদেনে! এবার থেকে মনে রাখতে হবে ১৬ সংখ্যার নম্বর

যত দিন যাচ্ছে মানুষ অভ্যস্ত হচ্ছে অনলাইন লেনদেন করতে। বিশেষত গত বছর করোনা আবহে মানুষ বেশি করে অভ্যস্ত হয়ে পড়েছে অনলাইন কেনাকাটায় বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করায় দীর্ঘদিন ঘরবন্দি থাকতে থাকতে। ফলে গত বছর থেকে দেশজুড়ে অনলাইন লেনদেনের প্রবণতা অনেকটাই বেড়েছে। কিন্তু যদি আপনিও নিয়মিত অনলাইন লেনদেন করেন কার্ড ব্যাবহার করে তাহলে আপনাকে এবার থেকে মনে রাখতে হবে বেশ কিছু তথ্য।

এতদিন যে কোনও অনলাইন শপিং প্ল্যাটফর্ম এমনকি রিচার্জ ইত্যাদি করার প্ল্যাটফর্মে ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য যেমন কার্ড নম্বর, এক্সপায়ার ডেট, কার্ড হোল্ডারের নাম ইত্যাদি সেভই থাকত। কেবল লেনদেনের করার সময় কার্ডের পেছনে উল্লেখিত CVV নম্বরটি বসিয়ে দিলেই পেমেন্ট হয়ে যেত। কিন্তু এবার নিয়মে বদল আসতে পারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) অনলাইন লেনদেনের ক্ষেত্রে আনছে বেশ কিছু রদবদল , অন্তত তেমনটাই ইঙ্গিত মিলেছে। কী কী পরিবর্তন আসার সম্ভাবনা?

জানা গেছে, রিজার্ভ ব্যাংকের তরফে নির্দেশিকা আনা হচ্ছে যে এবার সব ধরনের লেনদেনের সময় কার্ডের সমস্ত তথ্য নতুন করে বসাতে হবে সেই অনলাইন শপিং সাইটে। কার্ডের উপর থাকা কার্ড হোল্ডারের নাম, ১৬ সংখ্যার কার্ড নম্বর, কার্ড কবে এক্সপায়ার করছে সেই তারিখ এবং কার্ডের পিছনে তিন সংখ্যার CVV যে নম্বরটি থাকে সেটি সমেত সম্পূর্ন তথ্যই প্রতিবার অনলাইন পেমেন্টের (Online Payment) সময় নতুন করে দিতে হবে। আগামী বছর ২০২২ সালের জানুয়ারি থেকেই অনলাইন পেমেন্ট এর এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
জানা যাচ্ছে ইদানিং সময়ে হওয়া নানা প্রতারণার হাত থেকে গ্রাহককে সুরক্ষিত রাখতেই ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যাবহারে একাধিক নতুন নিয়ম চালু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সম্প্রতি অনেক সময়ই নানা ভাবে অনলাইন লেনদেনের ক্ষেত্রে প্রতারণার খবর শিরোনামে উঠে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই নিয়মের ফলে লেনদেন সম্পূর্ন করতে আরো বেশি সময় লাগবে গ্রাহকদের। সেই কারণে অনেক বেশি সুরক্ষিত হবে অনলাইন পেমেন্টস। আগে CVV নম্বর দিলেই সম্পূর্ন হয়ে যেত লেনদেন। এবার আর সেই নিয়মে করা যাবে না অনলাইনে লেনদেন। কার্ডের সম্পূর্ন ১৬ সংখ্যার সঙ্গে সিভিভি নম্বর ও কার্ডের মেয়াদ শেষের তারিখ প্রতিবার জানাতে হবে লেনদেনের সময়। ফলে অনলাইন প্রতারকদের হাত থেকে সুরক্ষিত থাকবে গ্রাহকদের তথ্য।

Related posts

পশ্চিমবঙ্গের শিয়ালদহ-বনগাঁ লাইনের এই স্টেশনে রয়েছে সাড়ে তিন নম্বর প্ল্যাটফর্ম! জানেন এর ইতিহাস?

News Desk

গর্ভাবস্থায় সেক্স করা কি সুরক্ষিত? রক্তক্ষরণ হওয়া কি কোনো বিপদের সংকেত?

News Desk

প্রেমিকের উপর প্রতিশোধ নিতে নকল বেবী বাম্পের ছবি তুলে পাঠালেন প্রেমিকা! তারপর…

News Desk