Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

তালিবানের হাত থেকে বাঁচাতে আফগানিস্তান থেকে ভারতে উড়ে এল শিখদের ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থসাহিব’

আফগানিস্তানে ক্রমশই জটিল হচ্ছে তালিবান আধিপত্যের পরিস্থিতি। প্রতিবেশী সমস্ত দেশ নিজের নিজের বর্ডার সিল করে দেওয়ায় আফগানিস্তান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় বায়ুপথ। ওই দেশে আটকে থাকা ভারতীয়দের বার করে আনতে তাই দফায় দফায় কাজ চালাচ্ছে বায়ুসেনা। মঙ্গলবারই আফগানিস্তানের কাবুল থেকে ৭৮ জনকে দিল্লী উড়িয়ে নিয়ে এল বায়ুসেনার বিমান। সকাল ১০টার আগ দিয়ে আগে নয়াদিল্লিতে নামে এই বিমান। আফগানিস্তান থেকে ভারতীয় বায়ু সেনার বিমানে দিল্লি ফিরেছেন ৪৬ জন আফগান হিন্দু এবং শিখদের একটি দল। সেই সঙ্গে সুরক্ষিত ভাবে তাঁদের সঙ্গে ভারতে আনা হল শিখদের পবিত্র ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থসাহিব’ (Guru Granth Sahib)। কাবুল থেকে এই নিয়ে মোট তিনটি শিখ-ধর্মগ্রন্থ ভারতে নিয়ে আসা হয়েছে। বিমান অবতরণের সময় বিমানবন্দরেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী। তাকে গুরু গ্রন্থসাহিব গ্রন্থ মাথায় তুলে বিমানবন্দর থেকে বেরতে দেখা গিয়েছে তাঁকে। এই বিষয়ে একটি ভিডিও টুইট করেছেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী। ভিডিওটি তে দেখা যাচ্ছে, মাথায় করে শিখ পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে বিমানবন্দরের টার্মিনাল দিয়ে বেরিয়ে আসছেন হরদীপ সিং পুরী। শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হল পবিত্র ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থসাহিব’।

এই বিমানে ৭৮ জনের সাথে ছিলেন আফগানিস্তানে আটকে ২৫ ভারতীয় নাগরিকও। উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, আফগানিস্তানে এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও সেই দেশে আটকে পড়া আমাদের ভাইদের ফিরিয়ে আনার জন্য । তাঁর জন্যই এই বায়ু সেনার উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়েছে। বাকিদের জন্যও ব্যবস্থা করা হচ্ছে। আমি আছি ,তাঁদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।”

এদিকে তালিবান আছে তালিবানেই। সংখ্যালঘু কি অন্যান্য ঐতিহাসিক কর্মকান্ডের প্রতি তাদের বিরূপ মনোভাব আবারও সুস্পষ্ট। গতবারের শাসনকালে ধ্বংস করা বামিয়ান বুদ্ধের মতো এবার আফগানিস্তানের গজনি প্রদেশের গজনি গেট ধ্বংস করে দিল তালিবান। এছাড়াও বহু ঐতিহাসিক নিদর্শনে ভরপুর আফগানিস্তানের গজনি শহরজুড়ে চলছে কট্টর মৌলবাদী তালিবানের তাণ্ডব। এমন অবস্থায় সংখ্যালঘুদের সেদেশে নিরাপদ বোধ করা স্বাভাবিক নয় বলেই অনেকে মনে করছেন।

Related posts

২০ কোটির মদ চুরি করে পলাতক সুন্দরী মডেল! খুঁজতে ডাকা হলো ৪ দেশের পুলিশকে, তারপর..

News Desk

প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় রাগ, অষ্টম শ্রেণির ছাত্রীকে ৮ বার কোপ মারল যুবক

News Desk