বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারতে করোনা তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। বাঁচা যাবে না তৃতীয় ঢেউয়ের ধাক্কা থেকে। কিন্তু তার মাঝেই আশার আলো। কমলো দৈনিক মৃত্য এবং করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা। সংক্রমন সামান্য বাড়লেও একদিনের দেশের মোট সংক্রমিতের সংখ্যা রয়েছে ২৫ হাজারের আশে পাশেই।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ৭২ জন। রবিবার দিন দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৯৪৮। শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৪ হাজার ৪৫৭ জন। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশে ৩৬ হাজার ৫৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দিন ৩৬ হাজার ৪০১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩ জনে।
স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৩৫৪। আগের দিন সোমবার করোনায় মৃত্যু হয়েছিল ৩৮৯ জনের। গতকাল রবিবার দিন দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছিলেন ৪০৩ জন। শনিবার দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট শুক্রবার মারা গেছেন ৫৪০ জনের। বৃহস্পিবার মৃত্যুর সংখ্যা ৫৩০। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন। সোমবার দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৫৭ জন। এর আগের দিন রবিবার ৩৮ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন। শনিবার দেশে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৪৭ জন। শুক্রবার দেশে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৫৫ জন। এর আগের দিন বৃহস্পতিবার সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১৫৭ জন। তার আগের দিন অর্থাৎ বুধবার সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন। এই নিয়ে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২ জন।
সুস্থতার হার ঊর্ধ্বমুখী হওয়ায় কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বর্তমান ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১। গত ২৪ ঘণ্টায় করোনা সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস পেয়েছে ১৪ হাজার ৩৭৩ জন।