Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অক্টোবর মাসে ছোঁবে শীর্ষ সীমা! দেশে নিম্নমুখী করোনা সংক্রমনের মাঝেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা

আজ দেশে অনেকটাই নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন গতকালের তুলনায় অনেক কম মানুষ। কিন্তু এর মাঝেই সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞেরা। অক্টোবরের মাসেই শীর্ষে উঠবে করোনা সংক্রমণ এর তৃতীয় ঢেউ। জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার (NIDM) তরফে প্রধানমন্ত্রীর দপ্তরকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭২ জন। গতকাল রবিবার দিন দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৯৪৮। শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৪ হাজার ৪৫৭ জন। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশে ৩৬ হাজার ৫৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দিন ৩৬ হাজার ৪০১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৫ হাজার ১৭৮ জন। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬ জন।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। গতকাল রবিবার দিন দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছিলেন ৪০৩ জন। শনিবার দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট শুক্রবার মারা গেছেন ৫৪০ জনের। বৃহস্পিবার মৃত্যুর সংখ্যা ৫৩০। তার আগের দিন অর্থাৎ বুধবারের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যাটা ছিল ৪৪০। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জন।

গত ২৪ ঘন্টায় করোনার থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ১৫৭ জন। এর আগের দিন রবিবার ৩৮ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন। শনিবার দেশে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৪৭ জন। শুক্রবার দেশে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৫৫ জন। এর আগের দিন বৃহস্পতিবার সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১৫৭ জন। তার আগের দিন অর্থাৎ বুধবার সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন।

দেশে এখনও অবধি সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৬২৬ জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৫৪ শতাংশ। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪ জন।

Related posts

মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়! গর্ভবতী গরুকে ধর্ষণ মদ্যপের, প্রাণ হারালো অবলা পশু

News Desk

ভারতের এই গ্রামে প্রতিটি বাড়ীর নামকরণ হয় সেই বাড়ির মেয়ে বা বউয়ের নামে। জানেন এই ব্যাতিক্রমী গ্রামের নাম

News Desk

বিয়ের ১২ বছর পর স্বামী জানতে পারলে স্ত্রীর পূজার আসল নাম হাসিনা বানো! অতঃপর

News Desk