Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা আবহে বন্ধ স্কুল পরিনত হলো অশ্লীল নাচের আসরে! ক্লাসঘর হল নর্তকীর সাজ ঘর

ফের সংবাদ শিরোনামে চটুল নাচের আসর বিহার থেকে। ডান্স বারে পরিণত আস্ত সরকারি স্কুল। ঘটনার জেরে বিহারে চাঞ্চল্য। একটি সরকারি স্কুলে বার ড্য়ান্সারদের নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে বিহারের বৈশালী জেলায় দেসারিতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে নানা অশ্লীল অঙ্গভঙ্গি করেছে নাচের সময় ছেলে মেয়েরা।

সারা রাত নাচের আসর স্কুলের মধ্যেই চলে। রাত জেগে এলাকার কিছু মানুষও চটুল নাচ দেখতে ব্যস্ত ছিল বলে অভিযোগ। একদিকে যখন করোনার সময় স্কুল বন্ধ, তখন সেই সুযোগে বসে নাচের আসর। ভিডিয়োতে দেখা গিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ করোনার বিধি নিষেধেরও কেয়ার করেননি। জানা গিয়েছে, এলাকায় মেলা ও অনুষ্ঠান বসেছিল শ্রাবণী উৎসবের জন্য। সেই পূজা উপলক্ষে ওই নাচের আয়োজন করেছিল এলাকার কিছু যুবক। বাইরে থেকে বার ড্যান্সারও নিয়ে আসা হয়। জানা গিয়েছে,মেক আপ রুম হিসেবে ব্যবহার করে স্কুলের একটি ক্লাসকেই। স্কুলের নাম ভাইরাল ভিডিয়োতে স্পষ্ট ভাবে দেখা গিয়েছে। ভাইরাল ভিডিয়োটি দেখা গিয়েছে রাতের ঘটনার। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, এমন কাণ্ড ঘটল কি করে নাইট ডিউটিতে পাহারা থাকাকালীনও। জানা গিয়েছে, তালা ভাঙা হয়নি, তালা খুলেই ভেতরে ঢোকা হয়েছে, স্কুলে অনুষ্ঠান চললেও।

Bihar school turns dance bar in bihar

ওই আধিকারিক কেন এমন ঘটনা ঘটল সে বিষয়ে স্কুল প্রধানের কাছ থেকে উত্তর চাওয়া হয়েছে বলে জানিয়েছেন। বিদ্যালয়ে এইধরনের ঘটনা বেনজির ঘটনা প্রসঙ্গে এলাকার বিডিও জানিয়েছে। খুবই নীচু মানসিকতার পরিচয়। ঘটনায় গোটা জেলা জুড়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

Related posts

“দেখতে ভালো না বলে আমার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করেনি!” প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ আনেন অন্নু কাপুর

News Desk

প্রয়াত কিংবদন্তি দিলীপ কুমার। জেনে নিন তার পাকিস্তানে ইউসুফ খান থেকে বলিউডে স্টার হয়ে ওঠার কাহিনী

News Desk

মর্মান্তিক! স্ত্রী ও ভায়রা ভাইকে ফাঁসাতে নিজের ছেলের মুখে বালিশ চেপে মেরে ফেললেন বাবা!

News Desk