Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অরুণাচল প্রদেশের পাহাড়ে মিলল নতুন প্রজাতির ব্যাঙ! আবিষ্কার করলেন দিল্লী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

আবারও দুর্লভ বন্যপ্রাণী খোঁজে শিরোনামে অরুণাচল প্রদেশ। আগেও অনেক বিরল প্রজাতির বন্যপ্রাণী উত্তর-পূর্ব ভারতে আছে। বেশ কিছু নতুন প্রজাতির বন্যপ্রাণী, পাখি, মাকড়সা এবং প্রজাপতির সন্ধান পাওয়া গিয়েছে এই অঞ্চলে গত কয়েক বছরে। অনেক প্রজাতির প্রাণী এখনও অনাবিষ্কৃত হয়ে আছে। সেই রকমই এক ব্যাঙের খোঁজ মি।

যেমন কয়েকদিন আগেই পাওয়া গিয়েছে নতুন প্রজাতির সাপ অসমের কাছাড় জেলার Barail পাহাড়ে। ‘বিন্দি’-র মতন দেখতে, লাল রঙের একটি চিহ্ন এই সাপের ঘাড়ে আছে। এবার বন্যপ্রাণ বিশেষজ্ঞরা এই প্রথম ভারতে আবিষ্কার করলেন একটি নতুন প্রজাতির ব্যাঙ অরুণাচল প্রদেশের আদি পাহাড়ে। এই পাহাড়ে, যেখানে ‘আদি’ জনজাতির বাস, সেখানে এই ব্যাঙ পাওয়া যাওয়ায় এর নাম দেওয়া হয়েছে Adi Cascade Frog (Amolops Adicola)। স্থানীয়ভাবে ‘Juri ব্যাঙ’ নামেই পরিচিত এই ব্যাঙ। এটি পাওয়া যায় পাহাড়ি ঝর্ণার মধ্যে বড় পাথরের খাঁজে।

গত পাঁচ বছর ধরে সন্ধান চালিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়, দেরাদুনের Wildlife Institute of India এবং আমেরিকার North Carolina Museum of Natural Science-র জীববিজ্ঞানীরা এই নতুন প্রজাতির ব্যাঙটি আবিষ্কার করেছেন। উত্তর-পূর্ব ভারতে মাঝারি থেকে বড় আকারের যে ব্যাঙ পাওয়া যায়, সেই ব্যাঙের শ্রেণিবিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন জীববিজ্ঞানীরা সেগুলির অঙ্গসংস্থান (morphology), প্যাটার্ন, এবং আরও কিছু criteria দেখার পরে। এই আবিষ্কার সম্পর্কে লন্ডন থেকে প্রকাশিত একটি বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিনে লেখা হয়েছে।

এই অঞ্চলে এখনও এমন অনেক গাছ, পশু, পাখি, প্রাণী আছে যা এখনও আবিষ্কার করা হয় নি ওয়াইল্ডলাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়ার বিজ্ঞানী অভিজিৎ দাস জানান। তিনি বলেন, ‘ আদি পাহাড় অনেক শতাব্দী প্রাচীন। নানা ধরণের প্রাণী এই পাহাড়ে আছে। সেখানেই অভিযান চালানো হয় নতুন কোনও প্রজাতির প্রাণীর সন্ধান পেতে। যে প্রজাতির ব্যাঙ আবিষ্কার করা হয়েছে সেটি সাধারণত বর্ষার পরেই দেখা যায়। এর সন্ধান পাওয়া গিয়েছিল ২০১৮ সালে। তারপরে আমরা নানারকম পরীক্ষা এবং গবেষণা করি। ওই ব্যাঙের নামকরণ করা হয় এই পাহাড় এবং সেখানের আদিবাসীদের নামেই।’

Related posts

যৌনসঙ্গমের সময় সঙ্গীর সাথে উচ্চতার পার্থক্য কতখানি প্রভাব ফেলে? জানুন

News Desk

ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে করোনা গ্রাফ , আবারও সংক্রমণ বৃদ্ধি পেল শেষ একদিনে, শিশুদের ভ্যাকসিনকে গ্রিন সিগন্যাল

News Desk

সাড়ে তিন বছর ধরে দুই কিশোরীকে যৌন নিপীড়ন, অবশেষে পুলিশ ফাঁস করলো ধর্মগুরুর কেচ্ছা

News Desk