Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নকল কোভিশিল্ড -এ ছেয়ে কলকাতা-সহ দেশের অনেক শহর, কেন্দ্রকে চিঠি দিয়ে সতর্ক করল হু

বিশ্ব স্বাস্থ্য সংখ্যা ভারতকে বিপজ্জনক সতর্কবার্তা দিল। সিরাম সংস্থার উৎপাদিত কোভিশিল্ড টিকার নকল বেরিয়েছে বাজারে এবং তা কলকাতা সহ দেশের একাধিক শহরে বিক্রি হচ্ছে কেন্দ্রকে তারা চিঠি দিয়ে জানিয়েছে। এই দু’মাস ভুয়ো কোভিশিল্ডের ডোজ বাজেয়াপ্ত করা হয়েছে ভারত ও আফ্রিকা থেকে। সিরাম নিজেও পরীক্ষা করে জানিয়েছে, ওই ডোজ়গুলি নকল। যার গুরুতর প্রভাব জনস্বাস্থ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

কিছুদিন আগে কলকাতায় দেবাঞ্জন দেবের কাণ্ড নিয়ে তোলপাড় হয়। মুখ পোড়ে রাজ্যের গোটা দেশের সামনে। হু জানাচ্ছে, গোটা পৃথিবীতেই এমন ভুয়ো এবং নিম্ন মানের কোভিশিল্ড টিকার ছড়িয়ে পড়েছে। ফলে প্রবল ঝুঁকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। টিকার গুণাগুণের সত্যতা যাচাই করতে এক বিশেষ দল গঠন করেছিল হু। তাদের তদন্তেই ধরা পড়েছে, কোভিশিল্ডের নামে জাল টিকা বিক্রি হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই জঘন্য কাজ চলছে। বিশেষ করে যে সব এলাকায় টিকার হাহাকার সেখানে পরিস্থিতির ফায়দা নিতেই।

করোনা পরিস্থিতিতে সিরাম কোভিশিল্ডের কয়েক কোটি ডোজ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় পাঠিয়েছে। একটি সূত্রের খবর, ভারতে ভুয়ো ভ্যাকসিন উদ্ধারের পরে সন্দেহ নিরসনে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । তারা ব্যাচ নম্বর মিলিয়ে জানায় ওই প্রতিষেধক তৈরি হয়নি তাদের কোনও উৎপাদন কেন্দ্রে।
জানা গিয়েছে, ওই কোভিশিল্ড প্রতিষেধকের গায়ে ব্যাচ নম্বর লেখা ছিল অস্পষ্ট ভাবে। যাতে সেটি কোথায় তৈরি হয়েছে তা বোঝা সম্ভব না। কী ধরনের উপাদান প্রতিষেধক তৈরিতে ব্যবহার করা হয়েছে তারও কোনও উল্লেখ করা হয়নি। সূত্রের মতে, যা দেখেই সেগুলি বোঝা সম্ভব হয় যে নকল।

মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশের পরে হু ভারতকে ফের নজরদারি বাড়ানোর আর্জি জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেছেন, ‘ হু ভারতের বাজারে ভুয়ো কোভিশিল্ড ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছে। অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে ভারত সরকার। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ সত্যি প্রমাণিত হলে ।

Related posts

আশ্চর্য: কেন এই গ্রামে শুধু মেয়েরাই জন্মায়? রহস্যের সমাধান করতে ব্যর্থ বিজ্ঞানীরাও

News Desk

মিনিস্কার্টে স্টেজে উদ্দাম নাচে মত্ত ৬ স্কুল ছাত্রী, চোখের পলকে ঘটে গেল বিপত্তি

News Desk

কলকাতা পুলিশেও চালু ‘ওয়ার্ক ফ্রম হোম’, কী ভাবে চলবে কাজ?

News Desk