Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দারিদ্রের তাড়নায় তিন মাসের দুধের শিশুকে বিক্রির অভিযোগ! গ্রেফতার বেহালার দম্পতি

দারিদ্র্য কাঁটা! চূড়ান্ত অভাবে তিন মাসের সন্তানকে ‘বিক্রি’ করে দিতে চাইলেন বাবা মা!কিন্তু সঠিক সময়ে আশে পাশের লোকের বিষয়টি নজরে আসায় এবং পদক্ষেপ নেওয়ায় তাদের সেই কাজ সম্পূর্ণ হয়নি। যে অঞ্চলে এই কাজটি করার চেষ্টা হয়েছে সেই জায়গার স্থানীয় বাসিন্দদের অভিযোগের ভিত্তিতে শিশুটির মা-বাবাকে আটক করেছে বেহালার পর্ণশ্রী (Behala Pornoshri) থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর। যদিও অভিযুক্ত বাবা-মার দাবি, তারা সন্তানকে বিক্রি করার উদ্দেশ্যে এই কাজ করেননি। টাকার অভাবে পালন করতে পারবেন না বলে কাউকে দান করতে চাইছিলেন, যাতে তাদের সন্তান ভালভাবে মানুষ হতে পারে। শুক্রবার দুপুরে বেহালা পর্ণশ্রী থানা অঞ্চলে এই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশ জানায়, শিশুটিকে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যারা তাদের নাম বাপ্পা জানা এবং পুনম জানা। তাঁরা কেউই শিশুটির জন্ম কবে, কোন সময় সঠিক ভাবে বলতে পারছেন না। তারা ৫ হাজার টাকা মূল্যের বিনিময়ে শিশুটিকে বিক্রি করতে গিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরবেলা পর্ণশ্রীতে ঝিলের ধারে ছোট্ট একটি ছেলেকে কোলে নিয়ে এক মহিলাকে দেখেন কয়েকজন বাসিন্দা। সেখানে কি করছেন জিজ্ঞেস করলে তরুণী স্পষ্টভাবে জানিয়ে দেন, তার কোলের ছোট্ট শিশুটির বয়স মাত্র ৩ মাস। ঘরে ভয়ানক অভাব। ছেলেকে খাওয়ানো পড়ানোর মত সামর্থ্য নেই। তাই কাউকে দিয়ে দিতে চান। সেই সময়ে উপস্থিত লোকজন জানিয়েছেন, এ কথা শুনে এক মহিলা বলেন যে তাঁর কোনো এক আত্মীয় ছেলে মেয়ে নেই। তাই ৩ মাসের ওই পুত্রকে তিনি তার সেই আত্মীয়কে দিতে ইচ্ছুক। ওই মহিলাই বলেন, ছোট্ট শিশুটিকে নেওয়ার জন্য তিনি তার মাকে কিছু টাকাও দেবেন। সেই মতই পর্ণশ্রী সরকার মাঠ ঝিল সংলগ্ন এলাকায় ওই মহিলার বাড়িতে ৩ মাসের ছোট্ট পুত্র সন্তানটিকে দিতে এসেছিলেন তাঁরা। ওই ব্যক্তির স্ত্রী ঘরের বাইরে এসে শিশুটিকে কোলে তুলে নেওয়ার সময়ই আশে পাশের লোক জন তাঁদের ঘিরে ধরে। তারপর ওই মহিলাকে চেপে ধরলে সে জানায়, ৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে তাঁর কাছে বিক্রি করে দেওয়া হচ্ছিল।

শিশুটি আদৌ বিক্রী করতে আসা বাপ্পা-পুনমের সন্তান কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। যদিও রিকশা চালক বাপ্পার দাবি, ৩ মাসের ছোট্ট শিশুটি তাঁদেরই সন্তান। তাঁদের ঘরে আরও একটি মেয়ে আছে। দারিদ্রের জেরে নিজেদের দুবেলা খাওয়া জোটে না, বাচ্চাকে কী খাওয়াবে! বাপ্পা, পুনমের দাবি, তাঁরা ছেলেকে ভালোভাবে বড় করার জন্য দানই করতে চেয়েছিলেন, বিনিময়ে কোনও টাকা চাননি। প্রতিবেশী মহিলাই নিজে থেকেই টাকা দিতে চান। কিন্তু টাকাপয়সা নিয়ে কোনও তাদের মধ্যে সেই ভাবে কথাবার্তা হয়নি। এখন দম্পতিকে জেরা করে সন্তান বিক্রি করতে এসেছিলেন, এমন কোনও প্রমাণ পেলে গ্রেপ্তার করা হবে তাদের।

Related posts

কবে মাধ্যমিক -উচ্চমাধ্যমিক পরীক্ষা? জানালেন মমতা

News Desk

প্রয়াত ভারতের কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং , জেনে নিন তার জীবনের কিছু না জানা কথা

News Desk

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর : জুলাই থেকে বাড়তে পারে ২৮ শতাংশ ডিএ

News Desk