Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অনলাইনে পড়াশোনায় সন্তানের মনযোগ বাড়াতে মাথায় রাখুন এই বিষয় গুলি

লকডাউনের কারণে অনলাইন ক্লাস এখন ছাত্র-ছাত্রীদের ভরসা । তবে অনেকেই ঠিকমতো অভ্যস্ত হতে পারছে না অনলাইন ক্লাসে । অনেকেই অনলাইন ক্লাসে মন দিতে পারছে না ।

কী ভাবে অনলাইনে ক্লাসে আপনার সন্তানের মনযোগ বাড়াবেন? রইল তার টিপস।

প্রতিদিনই দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন করে বেশ কয়েকটি রাজ্য লকডাউনের পথে হেঁটেছে । কড়া লকডাউনের নির্দেশ দিয়েছে কনটেইনমেন্ট জোনে পশ্চিমবঙ্গ সরকারও। শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই পরিস্থিতিতে যে এখনই খুলছে না, তা স্পষ্ট। তাই অনলাইন ক্লাসই ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য এখন ভরসা ।


তবে বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়ে খেলাধুলো-গল্পগাছা করে পড়াশোনার যে আনন্দ, তা অনলাইন ক্লাসে কোথায়? দীর্ঘদিন ধরে বন্ধ বিকেলে খেলার মাঠ এবং নাচ-সাঁতারের মতো অন্য অ্যাক্টিভিটিও। ঘরে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছে ছোট্ট প্রাণগুলো। তাই অনলাইন ক্লাসেও সহজে মন বসতে চায় না। তাই অনলাইন ক্লাসে উপস্থিত হলেও সন্তানকে পড়তে বসাতে বেগ পেতে হচ্ছে প্রায় সকল বাবা-মাকেই।

পড়ার নির্দিষ্ট স্থান

পড়াশোনার মনোযোগ ধরে রাখা সারাদিন ঘরে বন্দি থেকে সহজ কথা নয়। তাই ঘরের একটি নির্দিষ্ট স্থান বেছে নিতে হবে পড়ার জন্য, যেখানে নিরিবিলিতে পড়ায় মনোযোগ দেওয়া যায়। আর সেখানে ভালো স্পিডের ইন্টারনেট কানেকশনও থাকা চাইবর্তমান সময়ের প্রেক্ষাপটে ।



নির্দিষ্ট রুটিন
অত্যন্ত জরুরি পড়াশোনায় শৃঙ্খলা থাকা । আর সেই জন্য তৈরি করতে হবে প্রথমেই পড়াশোনার একটা নির্দিষ্ট রুটিন । এই রুটিন হতে হবে বাস্তবমুখী এবং সেই রুটিন প্রতিদিন কঠোরভাবে মেনে চলতে হবে। নতুন কিছু শেখা, তা অনুশীলন করা এবং তা পুনরালোচনা করা সবকিছুর জন্যই সময় ভাগ করা থাকতে হবে রুটিনে। তার সঙ্গে সন্তানকে একেবারে নিজের মতো করে সময় কাটানোর জন্যও সময় দিতে হবে। সেই সময় তার কাজে বাধা দেওয়া যাবে না খুব আপত্তিকর কিছু না করলে ।



অনুশীলন, আরও অনুশীলন

কথায় বলে বারবার অনুশীলনের বিকল্প কিছু নেই। নতুন কিছু শেখার পর তাতে দক্ষ হয়ে উঠতে অনুশীলন করে যেতেই হবে। যত বেশি অনুশীলন করা হবে, দক্ষতা ততই বাড়তে থাকবে। বারবার অনুশীলনে মাধ্যমে সেই কাজটি আরও সহজে করার পথও বের করে ফেলা যেতে পারে। তাই বিকল্প নেই অনুশীলনের।

করোনাভাইরাসের কারণে শেখার সুযোগ ফুরিয়ে যায়নি কখনই জীবন থমকে গেলেও । তবে শেখার আগ্রহ, জ্ঞানের ক্ষুধা, সময়কে কাজে লাগানোর স্পৃহা  থাকতে হবে । এই সময়ে আপনার সন্তান যাতে সঠিক পথে পরিচালিত হয়, তার জন্য আপনাকেই সচেষ্ট হতে হবে।

Related posts

বর সঙ্গে কেন ফটোগ্রাফার আনেনি, কনে রেগে চলে গেল পাশের বাড়ি! তারপর…

News Desk

আফগানিস্তানে আবারও প্রতিষ্ঠিত তালিবান শাসন! আসলে এই তালিবান কারা?

News Desk

বিয়ে করতে বেরিয়ে সারা রাত ধরে খুঁজেও মিলল না কনের বাড়ি, ফিরে যেতে হল বিয়ে না করেই

News Desk