Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রক্তের গ্রুপই জানিয়ে দেবে আপনি ঠিক কেমন চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ?

আপনি আপনার রক্তের গ্রুপ জানেন কি? যদি জানেন তাহলে আপনার চরিত্র মিলিয়ে নিন। কেনোনা জাপানের কিছু বিজ্ঞানীর দাবি যে আপনার চরিত্রের গঠনও নির্ভর করে আপনার রক্তের গ্রুপ অনুযায়ী। রক্তের গ্রুপের উপর মানুষের ব্যাক্তিত্ব, আচার আচরণ অনেকটাই নির্ভর করে। এ কারণেই ‘কেটসুয়েকি-গাটা’ বলে বিবেচনা করা হয় জাপানে রক্তের ধরনকে। তারা বলেন মানুষের তার পরিবারের আগের পুরুষদের স্বভাব-আচরণ তার ভেতরেও পরিলক্ষিত হয় যেখানেই যাক বা যাই করুক না কেন। আসলে এই বিষয়টা জিনগত। আর নিজের শরীরের রক্তের গ্রুপের ওপর মানুষের ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে।

চলুন রক্তের গ্রুপ অনুযায়ী কে কেমন চরিত্রের মানুষ জেনে নেওয়া যাক…

‘ও ‘ গ্রুপের রক্তের মানুষ (O Group):

এরা খুব সামাজিক হন সাধারাণত। চঞ্চলতা দেখা যায় এঁদের মধ্যে। এঁরা সৃষ্টিশীল এবং জনপ্রিয়ও মানুষ হন হয়ে ওঠেন। এরা কর্মঠ। তবে অন্যের প্রতি মাঝে মাঝে উদাসীনতাও দেখা যায়। ও গ্রুপের মানুষেরা শুধু সবচেয়ে বেশি মেলামেশা করেন এবং নিজেকে নিয়ে বেশি ভাবেন তাদের ভালো লাগার মানুষের সঙ্গে।

‘এ’ গ্রুপের রক্তের মানুষ (A Group):

যাদের এ গ্রুপ রক্ত তারা অন্তর্মুখী, বুদ্ধিমান, সংরক্ষিত এবং সৎ হয়ে থাকে। তারা অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকেন সবসময়। এ গ্রুপের রক্ত যাদের শরীরে বইছে; তাদের কর্টিসল হরমোন স্বভাবতই বেশি নিঃসরণ হয় মস্কিষ্কের।

এ কারণে সর্বদা মানসিক চাপের মধ্যে থাকেন তারা। খারাপ আচরণ করে থাকেন কখনো কখনো। এজন্য এ গ্রুপের মানুষদের যোগব্যায়াম বা চিত্রকর্মের মতো কিছু শিথিল কাজকর্মের মধ্যে থাকা জরুরি। তারা কোনো কাজ করার আগে দু’বার চিন্তা করেন। তারা কাউকে বিশ্বাসও করতে পারেন না সহজে।

বি গ্রুপের রক্তের মানুষ(B Group):

এরা অবিচল থাকতে পারে নিজেদের লক্ষ্যে। বেশ শক্তিশালী হন মানসিকভাবে। নিজেদের পথ নিজেরাই ঠিক করে নেন জীবনে । বেশি সৃজনশীল, কৌতূহলী এবং সক্রিয় হয়ে থাকেন অন্যদের তুলনায়। নিজের মন মতো চলতে পছন্দ করেন এরা। নিজস্ব পথ খুঁজে নেন এবং নিজের নীতিতেই অবিচল থাকেন তারা। সময় বিশেষে তারা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং একবার কোনো কিছুর প্রতি মনস্থির করলে সেটি করেই দম নেন!

‘এবি’ গ্রুপের রক্তের মানুষ(AB Group):

যাদের মিশ্র রক্তের গ্রুপ তাদের বৈশিষ্ট্যও মিশ্র ঘরানার। মানুষেরা অন্তর্মুখী এবং বহির্মুখী উভয়ই হতে পারে এবি গ্রুপের। দ্বৈত সত্ত্বা থাকে এঁদের। এরা লাজুক। আবার বেশ হইহুল্লোড় করতে পছন্দ করেন তেমন সঙ্গ পেলে।

তাদের আবেগের ভিত্তিতে দ্রুত পরিবর্তিত হয় তাদের ব্যক্তিত্বগুলো বিভিন্ন কর্মকাণ্ডের পরপরই। কখনো কখনো এমন মানুষেরা দ্বিমুখী আচরণ করে থাকেন। তাদের রক্ত মতোই, ব্যক্তিত্বেও বিরল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।

Related posts

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সহ্য হয় না! দিনে ১০ বার জ্ঞান হারান তরুণী, শুয়ে থাকেন ২৩ ঘণ্টা

News Desk

দিল্লীর এই মেয়েই হয়ে উঠেছেন আমেরিকার অন্যতম জনপ্রিয় পর্নস্টার, জানেন!

News Desk

শীতকালে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? তার আগে মাথায় রাখুন এই কয়েকটি বিষয়ে

News Desk