Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

স্বাধীনতা দিবসের দিন পাঞ্জাবের চাষের জমিতে উদ্ধার পাকিস্তানের নাম ও পতাকার ছবিওয়ালা বেলুন!

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ভারতের পাঞ্জাব প্রদেশ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পঞ্জাবের রূপনগর গ্রামের সান্দোয়া এলাকায় একটি চাষের জমিতে পরে থাকতে দেখা গেল কিছু পাকিস্তানের বেলুন। উদ্ধার করা বেলুনগুলোর উপরে লেখা আছে ‘আই লাভ পাকিস্তান’ (‘I Love Pakistan’)। শুধু লেখাই নয়, এমনকি সেই বেলুনগুলোর গায়ে ছাপা রয়েছে পাকিস্তানের পতাকাও। স্বাভাবিক ভাবে ভারতের স্বাধীনতা দিবসের দিন তার চিরশত্রু পাকিস্তানের পতাকাওয়ালা বেলুন উদ্ধার হতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

এই সব বেলুন পাওয়া কি করে গেল সেই সম্পর্কে পাঞ্জাবের রূপনগর থানার এসএসপি অখিল চৌধুরী জানিয়েছেন, মনে করা হচ্ছে আশেপাশের কোনও জায়গা থেকে এই সমস্ত বেলুনগুলি উড়ে এসেছে। পাশেই পাকিস্তান তাই সেখান থেকে কোনো ভাবে এসেছে না এর পেছনে অন্য কারো হাত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করা হয়েছে।

Baloon with I love pakistan found in Punjab

এই বেলুন চাষের জমিতে খুঁজে পাওয়ার আগেই রবিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পাঞ্জাব রাজ্যকে প্রতিবেশী রাষ্ট্র যে পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে সেই পাকিস্তানের অপকর্মের হাত থেকে রক্ষা করার বিষয়ে রাজ্যের জনগণের কাছে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। কিন্তু আমাদের এলাকায় কোনও আশেপাশের দেশের কোনো রকম আক্রমণ বা আগ্রাসন সহ্য করা হবে না’। পাশপাশি এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, নতুন কৃষি আইন বাতিল নিয়ে কৃষকদের পাশে দাড়িয়ে থেকে লড়াই চালিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য এই বেলুন কী ভাবে এই চাষের জমিতে এল, তা নিয়ে রহস্য কাটছে না। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেছে পাকিস্তান, সেখান থেকেই কি এই বেলুন উড়ে এল? যদিও নিশ্চিত ভাবে সেরকম কোনো বিষয় কিনা এখনই বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, রবিবার ১৫ই আগস্ট কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতজুড়ে পালন হল স্বাধীনতা দিবস। সারা দেশে সকাল থেকেই সারা দেশে ভারতের জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লায় পতাকা উত্তোলন করেন। দেশের রাজধানী দিল্লি সহ ছোট-বড় সমস্ত জায়গায় করোনা বিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এদিন লালকেল্লায় আয়োজন হয় পুষ্পবৃষ্টির। বায়ুসেনার দু’টি হেলিকপ্টারে লালকেল্লার উপর গোলাপের পাপড়ি ছড়ানো হয়। এরপরেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত পাকিস্তানের বেলুন ঘিরে এই প্রথম চাঞ্চল্যের সৃষ্টি হয়নি। বেশ কিছুদিন আগে অজয় প্রতাপ সিং নামে এক অধ্যাপক মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের জন্য বেলুন কিনেছিলেন। একটি বেলুনের গায়ে লেখা ছিল ‘আই লাভ পাকিস্তান’। তা দেখার সঙ্গে সঙ্গে বেলুন হাতে থানায় হাজির হন ওই অধ্যাপক। উত্তরপ্রদেশের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল সেই রাজ্যই।

Related posts

গঙ্গায় নামবেন না, জলও খাবেন না, মালদহে মাইকে সচেতন বার্তা প্রচার।

News Desk

রান্না পুজোর আয়জনের সময় আঁচের আগুনে পুড়ে ছারখার গোটা বাড়ি! ভয়াবহ ঘটনা ক্যানিংয়ে

News Desk

করোনাভাইরাসে বাড়ছে বিপদ! ৯০% রোগীরই থেকে যাচ্ছে হৃদরোগের সম্ভাবনা! কী বলছে বিশেষজ্ঞরা

News Desk