Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১৫ অগাস্ট শুধু ভারতেই নয় পৃথিবীর আরও ৪টি দেশে পালিত হয় স্বাধীনতা দিবস! জানেন কোন কোন দেশ

রাত পোহালেই ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। প্রতি বছর ১৫ অগাস্ট স্বাধীনতার প্রাক্কালে প্রতিটি ভারতবাসীর মনে তৈরী হয় এক বিশেষ আবেগ। ভারত স্বাধীনতা পায় প্রায় ২০০ বছরের দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন ভারতের বুকে উড়ে ভারতের জাতীয় পতাকা। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার আগে ভারতকে দুটি ভাগে ভাগ করে দেয়। একটি থেকে যায় ভারতবর্ষ হিসাবে। আর আরেকটি নতুন দেশের জন্ম হয় যার নাম পাকিস্তান। পাকিস্তানের স্বাধীনতা দিবস হচ্ছে ১৪ই আগস্ট। আর ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় ১৫ই আগস্ট। এই দিন স্মরণে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল-কলেজ, অফিস-আদালত, বিভিন্ন ক্লাব সব জায়গাতেই পতাকা উত্তোলন করা হয়ে থাকে।

কিন্তু, জানেন কি? শুধুমাত্র ভারত নয়, বিশ্বে আরো বেশ কয়েকটি দেশের স্বাধীনতা দিবস পালিত হয় ১৫ অগাস্ট। এর মানে, ১৫ অগাস্ট যেমন ভারতের পালিত হয় স্বাধীনতা দিবস, ঠিক সেই ভাবেই বিশ্বের আরও কয়েকটি দেশ এই একই দিন ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকে। জানেন কোন কোন দেশ?

বাহরিন (Bahrain):

baharin

১৯৭১ সালের ১৫ই অগাস্ট ব্রিটিশ পরাধীনতা থেকে নিজেদের স্বাধীনতার কথা ঘোষণা করে বাহরিন। রাষ্ট্রপুঞ্জের নির্দেশে বাহরিনের নাগরিকদের ভোটদানের পর স্বাধীনতা ঘোষণা করে বাহরিন। এরপর ব্রিটিশ এবং বাহারিন এই দুই দেশের মধ্যে হয় বন্ধুত্বের সমঝোতা হয় আর আগের সমস্যার অবসান ঘটে। আসলে বাহারিনের স্বাধীনতা দিবস ১৪ই অগাস্ট হলেও পালন করা হয় ১৫ অগাস্ট তারিখেই।

উত্তর এবং দক্ষিণ কোরিয়া (North and South Korea):

১৫ই আগস্ট দিনটি দুই কোরিয়াতেই সাধারণ গণ ছুটির দিন বা কোরিয়ার জাতীয় মুক্তি দিবস’ নামে পরিচিত ও পালিত হয়। জানা যায়, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট আমেরিকা ও রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়ান উপদ্বীপে দখল শেষ করেছিল। দিনটিকে কোরিয়াতে গওয়াংবোকজিয়ল (আলোর পুনরুদ্ধারের সময়) বলা হয়। তিন বছর পর স্বাধীন কোরিয়া সরকার গঠন করা হয়।

কঙ্গো প্রজাতন্ত্র (Republic of Congo):

১৯৬০ সালের ১৫ অগাস্ট ফ্রান্সের শাসন অধীন থেকে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে রিপাবলিক অফ কঙ্গো। ১৫ই আগস্ট দেশটি ৮০ বছর ফ্রান্সের কাছে পরাধীনতার পরে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।

লিচটেনস্টাইন (Liechtenstein):

বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ এই লিচটেনস্টাইন। মধ্য ইউরোপে অবস্থিত লিচটেনস্টাইনের ১৮৬৬ সালের ১৫ অগাস্ট জার্মান শাসনের অধীনতা থেকে ঘটিয়ে স্বাধীন দেশ রূপে আত্মপ্রকাশ করে। এই দেশ বিশ্বের কাছে প্রিন্সিপালিটি অফ লিচটেনস্টাইন নামে পরিচিত।

Related posts

প্রেমিকাকে বিয়ে করতে সারাদিন বৃষ্টিতে ধর্নায় যুবক! সেই রাতেই অদৃষ্ট বদল প্রেমিকের

News Desk

দেহ মাছের মত কিন্তু মুখ কুমিরের মত। অদ্ভুত দর্শন মাছ ধরা পড়ল ধানবাদের মৎস্যজীবীদের জালে

News Desk

পারিবারিক অশান্তির জের! দক্ষিণেশ্বর গামী চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

News Desk