Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এই শর্ত না পূরণ হওয়া অবধি চলবে না লোকাল ট্রেন। কী মানলে চলবে ট্রেন জানালেন মুখ্যমন্ত্রী!

রাজ্যে করোনা সংক্রমন কমায় আশার আলো দেখেছিল বঙ্গবাসী। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে আপাতত সাধারণের জন্যে বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা (Local Train Service)। স্টাফ স্পেশাল ট্রেন চলবে শুধুমাত্র। এই নিয়ে আবারও বাংলায় বাড়ল বিধিনিষেধের মেয়াদ। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়েছেন, আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে রাজ্যে। পাশাপাশি করোনা আবহে বাংলায় আপাতত চলবে না লোকাল ট্রেন। আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা সাধারণের বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাহলে কবে চলবে লোকাল ট্রেন?

১৫ই আগস্ট থেকে ৩১শে অগাস্ট অবধি বিধি নিষেধ এর মেয়াদ বাড়িয়ে এমন পরিস্থিতিতে বাংলায় কবে থেকে লোকাল ট্রেন চালু হতে পারে, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন গ্রামাঞ্চলের মানুষের ৫০ শতাংশ টিকাকরণ সম্পূর্ন হলে তবেই রাজ্যে লোকাল ট্রেন চালানো হবে। করোনা সংক্রমণ এর ফের ছড়িয়ে পড়া আটকাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা ব্যানার্জী।

মুখ্যমন্ত্রী বলেন, ” বহু মানুষই প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? তার কারণ গ্রাম-গঞ্জে টিকা না দিতে পারলে করোনার প্রকোপ বাড়বে। জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য বাস, ট্রাম, অটো, মেট্রোও চালু করে দেওয়া হয়েছে। একটাই সমস্যা সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসার কথা। এখন থেকে নিয়ন্ত্রণ করতে হবে। কাজেই যাঁরা লোকাল ট্রেনে আসতে পারছেন না, তাঁদের অনেক অভিযোগ আছে। কিন্তু আপনার জীবনের থেকে বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে বন্ধু।”

তিনি সাথে সাথে আরও বলেন “বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনা তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশী। ট্রেনে বললাম নিয়ম মেনে যান। কিন্তু নিয়ম মানা তো দূরের কথা গাদাগাদি করে সবাই চলে গেল। ফলে সমস্যা হচ্ছে। দূরবর্তী ট্রেন, বাস, মেট্রো, অটো, টোটো চলছে। লোকাল ট্রেন চালাতে আরও কিছু দিন সময় নিচ্ছি।’

গত ৫ মে থেকে এই রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রয়েছে। ভয়াবহ করোনা দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি সামাল দিতে গত ১৬ মে থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছিলেন রাজ্য প্রশাসন। সেই বিধিনিষেধে কিছু কিছু ছাড় দেওয়া হলেও ফের লোকাল ট্রেন বন্ধের মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। ফলে রাজ্যে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক হওয়া এখনই সম্ভব না।

Related posts

ঘরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে গেল অবোধ শিশু! চোখের সামনেই যা ঘটতে দেখলো সকলে

News Desk

“মা-বাবা তোমরা চেয়েছিলে মরে যাই, তাই..” ভিডিও বার্তা পাঠিয়ে যা করলো নববিবাহিতা তরুণী

News Desk

এক নারীতেই মজেছেন দুই বন্ধু! তাই এক মেয়ের সাথেই সংসার কিভাবে সামলাচ্ছেন দুজন পুরুষ

News Desk