Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

২ দিন যেতে না যেতেই করোনা দৈনিক সংক্রমন পার করলো ৪০ হাজারের গন্ডি, উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

গত মঙ্গলবারই আশার আলো দেখিয়ে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ২৮ হাজারে। যা কিনা গত প্রায় দীর্ঘ পাঁচ মাসের মধ্যে সর্বনিন্ম। কিন্তু সেই নেমে আসা গ্রাফ এর স্বস্তি স্থায়ী হল না দুই দিনের বেশি। এরপরই আবারও বাড়তে শুরু করেছে দেশের করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ বৃহস্পতিবারে তা আবারও পার করল ৪০ হাজারের গণ্ডি। যা কিনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসা মহলে। বিশেষত সারা দেশের মধ্যে স্বাস্থ্য মন্ত্রকের মাথা ব্যাথার অন্যতম কারণ কেরল এবং মহারাষ্ট্রের সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আজ বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৪১ হাজার ১৯৫ জন। এর আগের দিন বুধবার দেশে করোনা সংক্রমিত হয়েছিল ৩৮ হাজার ৩৫৩ জন। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। তার আগের দিন অর্থাৎ সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৯৯। তার আগের দিন অর্থাৎ রবিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার ৭০ জন। শনিবার দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান দেশে ৪৪ হাজার ৬৪৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা কমবেশি এর আগের দিনের মতোই। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশে ৪২ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৭০৬ জন।

Covid update July 24 in india

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কারণে মারা গেছেন আরও ৪৯০ জন৷ এর আগের দিন বুধবার দেশে করোনায় মারা গেছেন ৪৯৭ জন। তার আগের দিন মঙ্গলবার করোনার কারণে মারা গেছেন ৩৭৩ জন। তার আগের দিন সোমবার একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৪৭। রবিবার দেশে করোনায় মারা গেছেন ৪৯১ জন। শনিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৭ জন। শুক্রবার করোনার কারণে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৩ জন। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জন

ভারতে বর্তমান করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭। গত ২৪ ঘন্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৯ জন। বুধবার দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৩ জন। মঙ্গলবার দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫১১ জন। সোমবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬২৮ জন। এর আগের দিন রবিবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন। শনিবার দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৭ জন। এর আগের দিন শুক্রবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছিল সেই দিন করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন। দেশে এই নিয়ে মোট করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি ১২ লক্ষ ৬০ হাজার ৫০ জন। দেশে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। 

Related posts

আজ ফলহারিণী কালীপুজো, জানেন কি এর মাহাত্ম্য? মিলতে পারে সমস্ত কর্মফল থেকে মুক্তি

News Desk

কোনোমতেই চিন্তা কমছেনা করোনার বারবাড়ন্ত ঘিরে! প্রাণ কেড়েই চলেছে মারণ ভাইরাস

News Desk

প্রেমিকার স্বামীর সাথে ফেসবুকে মেয়ে সেজে বন্ধুত্ব! দেখা করতে পৌঁছলে ঘটে গেল ভয়ঙ্কর কান্ড

News Desk