Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে ৫০০ – ১০০০ টাকা পেতে কী ভাবে আবেদন করবেন, কি কি নথিপত্র লাগবে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতই নবান্নের সাংবাদিক বৈঠকে, আগামী ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হবে। জেনারেল কাস্ট মহিলাদেরকে ৫০০ টাকা মাসিক এবং অন্যান্য জাতির মহিলাদেরকে হাজার টাকা করে মাসিক অনুদান দেয়া হবে লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে । এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে ৬০ বছর অব্দি। তার পাশাপাশি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে। এবং স্বাস্থ্য সাথী কার্ড অবশ্যই থাকতে হবে। কিন্তু বারবার ঘুরেফিরে আসে যে প্রশ্নটা যে এই আবেদন পত্র কিভাবে পূরণ করা হবে।

১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্ব দুয়ারে সরকার শুরু হচ্ছের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন সেখানে মহিলারা। আবেদন করা যাবে স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই।

যা যা লাগবে এই প্রকল্পে আবেদন করতে গেলে

আধারকার্ড (Aadhaar Card)
ভোটারকার্ড (Voter Card)
রেশনকার্ড (Ration Card)
জাতিগত শংসাপত্র (এসসি এসটি ওবিসি) (Cast Certificate)
ব্যাঙ্ক পাশবই এর জেরক্স (Bank passbook) পাসপোর্ট সাইজ ছবি (Passport Size photo) স্বাস্থসাথী কার্ড (Swastha sathi card)
মোবাইল নাম্বার (Mobile Number)।

দুয়ারে সরকারের শিবিরে এসে আবেদন করতে হবে এই সমস্ত রকমের নথিপত্র সহ।

তার পাশাপাশিএগিয়ে বাংলা নামক পশ্চিমবঙ্গের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদনের ফর্ম পেতে পারেন আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট বের করতে হবে। তারপর আপনি প্রথমে যদি ভালো মতন করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আবেদনপত্রে বেশকিছু কক্ষ রয়েছে । যেখানে নির্দিষ্ট তথ্য দিতে হবে আপনাকে যেমন আপনার নাম আপনার বাবার নাম আপনার স্থায়ী ঠিকানা । তার পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড এর নাম্বার এবং আরো অন্যান্য তথ্য দিতে হবে।

কিন্তু প্রশ্ন থাকে স্বাস্থ্য সাথী কার্ড নেই যাদের তারা কি করবে । তাদের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আপাতত একটি সমাধান দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড নেই যাদের কাছে তারা লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন পত্রের সাথে আরও একটি আবেদনপত্র যুক্ত করতে পারে। যেখানে কেন তারা স্বাস্থ্য সাথীর কার্ড করাতে পারেনি তাদের জানাতে হবে। স্বাস্থ্য সাথী কার্ড পাওয়ার ক্ষেত্রে তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এই দুয়ারে সরকার ক্যাম্পের থেকেই। আবেদন গুলোকে যাচাই করবে সরকারি আধিকারিকরা।

Related posts

এই মডেল রাজি প্রত্যেক রাশিয়ান সেনার সাথে সেক্স করতে! কিন্তু রেখেছেন একটি অদ্ভুত শর্ত

News Desk

শ্রীরামপুরের গঙ্গায় ৭ কেজি ওজনের পাথর ভাসছে জলে! হতবাক স্থানীয়রা, সত্যিটা কি?

News Desk

যখনই শারীরিক সম্পর্ক হতো প্রেমিক গোপনে করত এই কাজ, জানতে পেরে শিহরিত তরুণী!

News Desk