Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

অলিম্পিকে এবার থেকে আসতে চলেছে ক্রিকেট! অলিম্পিক কমিটির সাথে আলোচনায় ICC

গত ১২০ বছরের অলিম্পিকের ইতিহাসে যা হয়নি, এবার সেটা হওয়ার সম্ভাবনা প্রবল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (International Cricket Council) বা আইসিসি (ICC) আগামী ২০২৮ সালের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক গেমসে ক্রিকেট ম্যাচে অন্তর্ভুক্তির (Cricket in Olympic Games) জন্য তাদের দাবি জোরালো করেছে। এই বিষয়ে আইসিসি নিজেই জানিয়েছে।

যদি আগামীতে সব ঠিকঠাক থাকে তাহলে eba অলিম্পিকে দেখা যাবে বিরাট কোহলি, ঋষভ প্যান্ট দের। বিসিসিআই সূত্রে আগেই খবর ছিল ২০২৮ সালের আমেরিকার লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার এখন জোরদার চেষ্টা চলছে। আজ আইসিসি এক পোষ্ট দিয়ে কার্যত এই খবরে সিলমোহর দিল। জানা যাচ্ছে আইসিসির এই প্রচেষ্টায় মূখ্য ভূমিকা নিতে চলেছে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কাছে ইতিমধ্যেই ক্রিকেট খেলা অন্তর্ভুক্তি করার আবেদন নিয়ে প্রস্তাবও দিয়েছে আইসিসি।

পাশাপাশি এই বিষয়ে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বেশ অগ্রগতিও পেয়েছে, এমনটাই জানিয়েছে আইসিসি। প্রাথমিক ভাবে কেন ২০২৮ এর অলিম্পিককেই (Olympic 2028) পাখির চোখ করা হয়েছে , এর কারণ হিসেবে আইসিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে (United States of America) ইতিমধ্যেই ক্রিকেট বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

প্রায় ৩০মিলিয়ন ক্রিকেট ফ্যানের বাস সেই দেশে, ফলে সেই দেশের অলিম্পিকে ক্রিকেট খেলা প্রদর্শিত করলে দর্শকদের মনোরঞ্জন হবে। ফলে এবার লস এঞ্জেলেসই (Los Angeles) সারা বিশ্বের সামনে ক্রিকেট খেলা দেখানোর জন্য সেরা হবে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞই। তাদের সেই চিন্তা ভাবনাকেই মান্যতা দিয়ে সেটির প্রস্তুতি পর্ব শুরু করে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই বিষয়ে বলেন, ‘ক্রিকেটকে অলিম্পিকে ফেরানোর জন্যে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি। গোটা পৃথিবীতে ১০০ কোটিরও বেশি ক্রিকেট ফ্যান রয়েছে যাদের ৯০ শতাংশেরও বেশি সমর্থক অলিম্পিকে ক্রিকেট খেলা দেখতে চায়।’

এমন নয় যে ক্রিকেট অলিম্পিকে আগে খেলা হয়নি। কিন্তু মাত্র একবারই সেটা হয়েছিল ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে। সেবারের অলিম্পিকের ক্রিকেট ম্যাচে খেলেছিল কেবল গ্রেট ব্রিটেন আর ফ্রান্স। তারপর আর অলিম্পিকে ক্রিকেট খেলা হয়নি।

তাই ২০২৮ সালের অলিম্পিকেই যদি ক্রিকেটের বল গড়ায় তাহলে ১২৮ বছরের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা অবসান হবে। এদিকে, আগামী বছর হতে চলা বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও খেলা হবে ক্রিকেট। বিশেষজ্ঞরা মনে করছেন, অলিম্পিকে আবারও ক্রিকেট ফিরিয়ে দিতে ২০২২ কমনওয়েলথ গেমস বিশেষ ভূমিকা নেবে।

Related posts

যৌন তৃষ্ণা মেয়েদের সর্বাধিক হয় কোন বয়সে ভেবে দেখেছেন? জানুন সঠিক তথ্য

News Desk

অনলাইন জুয়ায় খেলে প্রচুর ঋণ! সরকারী চাকরীর পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্র যা ঘটিয়ে বসলো

News Desk

ইংল্যান্ডে বিখ্যাত স্ট্রিটে শত শত মানুষের চোখের সামনেই যৌনতায় মাতলেন দম্পতি! তারপর..

News Desk