Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জাপানে আতঙ্ক ! মহিলাদের মুখে ‘হাসি’ দেখলেই ছুরি চালাচ্ছে এই যুবক

হাসি খুশি মহিলাদেরকে দেখলেই তার মনের মধ্যে হয় অদ্ভুত এক রাগ। যেন সহ্য হয়না। এই কারণে কোনো মহিলার মুখে হাসি দেখলেই অতর্কিতে ছুরি মারেন। এমনই চমকে দেওয়ার মতন এক ঘটনা ঘটেছে জাপানের রাজধানী টোকিওর লোকাল ট্রেনে।

জাপানের একটি গণমাধ্যম শনিবার এই প্রসঙ্গে জানিয়েছে, শুক্রবার গভীর রাতে টোকিওর একটি যাত্রীবাহী ট্রেনে এক ব্যাক্তির ছুরি আঘাতে আহত হয়েছেন ১০ জন। ইতিমধ্যেই ৩৬ বছরের ওই ছুরি মারা যুবককে গ্রেফতার করেছে টোকিও পুলিশ। অভিযুক্ত ব্যাক্তি নিজেই পুলিশকে জানান, তিনি যখনই দেখেন কোনো মহিলা খুশি তখনই তাদের হত্যা করতে তার মন চায়। এমন মহিলাদের দেখে তিনি রেগে যান।

ঠিক কি ঘটেছিল? শুক্রবার বেশ রাতের দিকের ঘটনা। টোকিওর একটি ট্রেনে হঠাৎই যেখানে মহিলা যাত্রীর বসেছিলেন সেই দিকে তেড়ে যায় ছুরি হাতে এক যুবক। ট্রেনে উপস্থিত কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের মহিলাদের ওপর চড়াও হয় ওই বছর ৩৬ এর ব্যাক্তি। ছুরি দিয়ে আঘাত করতে যায় মহিলাদের। তাকে আটকাতে গেলে বাকি অনেকে পরে ছুরির হামলার মুখে। ফলে এই ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়। এই অতর্কিতে হামলার ঘটনায় হকচকিয়ে যান সকলেই। পুলিশের হাতে গ্রেফতার হন ওই ব্যাক্তি। মনে করা হচ্ছে সে কোনো মানসিক সমস্যার শিকার।

পুলিশ এর জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ওই হামলাকারী ব্যাক্তি জানিয়েছে, ৬ বছর আগের থেকে সে নিজের মধ্যে জেগে ওঠা এই ধরনের মনোবৃত্তি সম্পর্কে অবগত হয়। তারপর থেকেই কোনো মহিলাকে আনন্দে হাসিখুশি দেখলেই মেরে ফেলতে মারাত্মক ইচ্ছে করে তার। কেনোনা মহিলাদের মুখের হাসি তাকে মারাত্মক ভাবে ক্রোধান্বিত করে। কোনো বিশেষ বয়সের মহিলার মুখের হাসি তাকে আলাদা করে রাগায় না, উল্টে ৮ থেকে ৮০ যেকোনো বয়সের মেয়েদের মুখের হাসিই তাকে তাদের হত্যা করতে উদ্যত করে। আগামী দিনে বহু সংখ্যক মহিলাকে হত্যা করাই তার উদ্দেশ্য। জাপানের টোকিও পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ট্রেনে হঠাৎ এই হামলায় এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। বাকিরা যারা ওই আক্রমণকারী কে প্রতিহত করতে গিয়ে আহত হয়েছিল তাদের আঘাত খুব বেশী নয়।

মনোরোগ বিশেষজ্ঞেরা বলছেন, বহু সময় এমন হয় যে কিছু পুরোনো ঘটনার জেরে ‘নারী বিদ্বেষী’ হয়ে ওঠে কিছু মানুষ। মনের কোনো এক অজানা কুঠুরিতে নিজের অবচেতনেই বাড়তে থাকে সেই হিংসা। পরবর্তীকালে যা ভয়ঙ্কর মানসিক সমস্যা রূপ নেয়। এমনকী এই বিদ্বেষ থাকে মহিলা দেখলে তাকে মেরে ফেলা বা খুন করার প্রবণতা জাগতে পারে। টোকিও রেলের এই ঘটনার ক্ষেত্রে বছর ৩৬ এর ওই যুবক মানসিক রোগী কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ছুরি মেরে হত্যার চেষ্টার অভিযোগে জেল হেফাজতে রয়েছে ওই যুবক।

Related posts

হাঁটলেই কামাতে পারবেন পয়সা! ফোন থাকতে হবে এই অ্যাপগুলি। হদিশ রইলো এখানে

News Desk

বর্ষাকাল এলেই বাড়ে ঘর বাড়ির স্যাঁতসেঁতেভাব! কিছু সহজ পদ্ধতিতে মিলবে মুক্তি

News Desk

আবারও কি তৃতীয়বার ছাঁদনাতলায় শ্বেতা তিওয়ারি, কার সাথে সাত পাঁকে ঘুরলেন তিনি

News Desk