Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পরনে টাইট পোশাক, যুবতীকে গুলি করল তালিবানরা

নৃশংস মধ্যযুগীয় ইসলামিক বর্বরতার শিকার আফগানিস্তানের এক তরুণী। যথেষ্ট ঢিলা পোশাক পরে রাস্তায় না বেরোনোর অভিযোগে তাঁকে গুলি করে হত্যা করল তালিবানরা। আফগানিস্তানের তালিবানি বর্বরতার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে। এক যুবতী মহিলাকে টাইট কাপড় পরা এবং পুরুষ আত্মীয়ের সাথে না থাকা অবস্থায় রাস্তায় বেরোনোর অভিযোগে হত্যা করা হয়েছে। এই বিষয়ে জানিয়েছে আফগানিস্তানে রেডিও আজাদির এক প্রতিবেদন বলা হয়েছে, “যে গ্রামে ওই মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে সেটি তালেবান নিয়ন্ত্রিত সমর খন্দ।”

আফগানি পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী মৃত তরুণীর নাম নাজানিন। মহিলাটি যখন তার বাড়ি থেকে বের হয়ে মাজার-ই-শরীফে যাওয়ার জন্য একটি গাড়িতে চড়তে যাচ্ছিল তখন তাকে আক্রমণ করেছিল তালিবানরা। পুলিশ আরও বলেছে, হামলার সময় নাজানিন পরিহিত ছিল বোরকা (মুখ ও শরীর ডেকে রাখার ইসলামিক পোশাক বোরকা)। কিন্তু তাও তাকে গুলি করে হত্যা করা হয় কেননা তার মুখ ও শরীর ঢেকে রাখা বোরখা যথেষ্ট ঢিলাঢালা নাকি ছিল না। তালিবান গোষ্ঠীর মুখপাত্র এই ঘটনা অস্বীকার করলেও এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে ওই অঞ্চলে।

প্রসঙ্গত মার্কিন সেনা সেই দেশ থেকে সরতেই আবারও সক্রিয় হয়ে উঠেছে তালিবান জঙ্গি গোষ্ঠী। আস্তে আস্তে সেই দেশের দখল নিচ্ছে তারা। পাশাপাশি সেই দেশের সুরক্ষা বিশেষত মেয়েদের নিরপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সেই দেশের নাগরিকরা। কিছুদিন আগে, দ্য মেইল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আফগানিস্থানের মহিলাদের দুর্দশার কথা। তালিবানদের বেড়ে চলা অত্যাচারে ভীত গোটা আফগানিস্তান। বেশিরভাগ শহর থেকে দূরের অঞ্চল বা গ্রামের পরিবারের মহিলাদের তলিবানিদের হাত থেকে বাঁচাতে কাবুলের সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।

তালেবানের অধীনে আফগানিস্তানে ছিল বিশ্বের সবচেয়ে খারাপ মানবাধিকারের রেকর্ড। তালিবানি শাসন ব্যবস্থা আফগানিস্থানের সকল ধরনের নাগরিকদের ই পরিকল্পিতভাবে দমন ও নিপীড়ন করেছে এবং এমনকি সবচেয়ে মৌলিক ব্যক্তিগত অধিকারও অস্বীকার করেছে। তবুও নারীদের বিরুদ্ধে তাদের মনোভাব ছিল বিশেষভাবে ভয়াবহ।

মহিলারা তাদের ঘরে রীতিমত বন্দী করে রাখার নির্দেশ ছিল এবং তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং শিক্ষায় প্রবেশাধিকার থেকে ছিল বঞ্চিত। ভীষণ প্রয়োজনে শুধুমাত্র পুরুষ সঙ্গীর সাথেই বাইরে বেরনোর নির্দেশ ছিল তাও ভীষণ কড়াকড়ি ভাবে সম্পূর্ন ঢাকা অবস্থায়। একবার সেই সাত বছরের একটি মেয়েকে সাদা জুতা পরার জন্য মারধর করেছিল তালিবানেরা।

Related posts

রাতে ঘুমিয়ে ঘুম ভাঙলো ১৬ দিন পর! অভিশপ্ত ঘুমে তছনছ হয়ে গেল মহিলার জীবন

News Desk

বাংলা-ওড়িশার উপর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস: নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

News Desk

বিশ্বে ভয়াবহ আকার নিচ্ছে করোনা! দক্ষিণ কোরিয়ায় ১ দিনে ৫ লক্ষ সংক্রমিত, চীনেও অবস্থা জটিল

News Desk