Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এক ধাক্কায় আবারও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ৮ রাজ্যের ঊর্ধ্বমুখী R-Factor

গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া করোনা পরিসংখ্যানে স্বস্তি পেয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে দেশবাসী সকলেই। কিন্তু গত ২৪ ঘণ্টার করোনা গ্রাফে আবারও উদ্বেগ বাড়ল। এক ধাক্কায় অনেকখানি বৃদ্ধি পেল সংক্রমণ। গতকালের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যাও। পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিন্তায় আছে আটটি রাজ্যের ঊর্ধ্বমুখী R-Factor নিয়ে।

কি এই আর ফ্যাক্টর ( R-Factor)

এটি হল ভাইরাসের প্রজনন বা নতুন করে তৈরি হওয়ার ক্ষমতা। অর্থাৎ কতোটা দ্রুত গতিতে নতুন করে ভাইরাসটি বিস্তার হচ্ছে। এই নম্বরটি ০.৬ বা তার চেয়ে কম থাকাই ভালো। যদি এটি ১-এর ঊর্ধ্বে উঠে যায় তবে বুঝতে হবে সংক্রমণের ভয় বাড়ছে। ভারতের কয়েকটি রাজ্য যেমন হিমালচপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, পুদুচেরি ও কেরলে R-Factor যথেষ্ট উদ্বেগজনক।

Covid update India

বুধবারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৬২৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার যা নেমেছিল ৩০ হাজার ৫৪৯ জনে। সোমবার এই সংখ্যা ছিল ৪০ হাজার ১৩৪। এর আগের দিন অর্থাৎ রবিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ৮৩১ জন। এর আগের দিন অর্থাৎ শনিবার দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ শুক্রবার দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই মারণ ভাইরাসে গত ২৪ ঘন্টায় প্রাণ হারালেন ৫৬২ জন। তার আগের ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৪২২ জন। তার আগের দিন সোমবারও মারা গিয়েছিলেন ৪২২ জন। এর আগের দিন রবিবার করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছিল ৫৪১ জনের। দেশে এই যাবৎ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার সুস্থ হয়েছিলেন ৩৮ হাজার ৮৮৭ জন। তার আগের দিন মানে সোমবার সুস্থ হয়েছিলেন ৩৬ হাজার ৯৪৬ জন। রবিবার সুস্থতার সংখ্যা ছিল ৩৩ হাজার ২৫৮ জন। এই নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ২২ জন।

আপাতত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩।

Related posts

মহাকাশে বাকি বিশ্বকে পিছনে ফেলতে মরিয়া চিন, বড়সড় পরিকল্পনা বেজিং- এর

News Desk

প্রতিবেশী বউদিকে ‘কুপ্রস্তাব’, গৃহবধূ প্রত্যাখ্যান করায় অ্যাসিড হামলা যুবকের!

News Desk

হাসপাতালে অবিকল নার্সের পোশাকে ঘুরছে শিশুচোর! না বুঝে বিপদে পড়লেন সদ্যজাতর পরিবার

News Desk