বর্ষাকাল মানেই যেন মশা-মাছির উপদ্রব। অনেক সময়ই মাছি তাড়াতে তাড়াতে যেন নাজেহাল অবস্থা দাড়ায়। সব সময় মাছি ভন ভন করছে এদিক ওদিকে।
আমাদের প্রত্যেকের বাড়িতেই মাছির সমস্যা থেকেই থাকে। মাছি যে শুধু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তা নয়। বরং এর চেয়েও বেশি ক্ষতি করে আমাদের স্বাস্থ্যের। খাবার-দাবারের ওপর মাছি বসলে নানান রোগের সম্ভাবনা থেকে যায়। কোথাও ফল থাকলে, কি তরকারির খোসা, কোথার থেকে যেন মাছি চলে আসে। মাছির সমস্যায় সকলেই বিরক্ত।
বাড়ি থেকে মাছিকে দূরে রাখার সবচেয়ে সহজ আর কার্যকরী উপায় হল ঘরদোর পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা। ফলের কি তরকারির খোসা, রান্নাঘরের বর্জ্য যেখানে সেখানে না ফেলা। বাড়ি সাফ সুতরো থাকলে, পচা, অধিক পেকে যাওয়া ফল না-থাকলে এবং খাদ্যবস্তু ঠিক ভাবে ঢাকা থাকলে মাছির উপদ্রবও আস্তে আস্তে কমেই যাবে।
রোগ, জীবাণু বহনকারী এই মাছির উৎপাত থেকে মুক্তি পাওয়া নানান রকমের উপায় রয়েছে। কি সেগুলি, জেনে নিন এখুনি…
১. ফল, শাক, সবজি ভালোভাবে ধুয়ে রাখুন। আবার খাওয়ার বা রান্নার আগে দু-তিনবার ধুয়ে নিতে হবে। অনেক সময় অন্যান্য পচনশীল ফলের সঙ্গে লেগে অন্য ফলের উপরিভাগ চ্যাটচ্যাটে হয়ে পড়ে। এমন কিছু চোখে পড়লে সেই ফল ও সবজিগুলিকে ভালো ভাবে ধুয়ে নিন। বাড়িতে বেশি পাকা ফল থাকলে তা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলুন, সামান্য পচন ধরলেও বাড়িতে না-রেখে তা ফেলে দিন। অধিক পাকা ফল মাছিদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
২. বাড়ির মধ্যে আবর্জনা ছড়িয়ে রাখা যাবে না, বাড়ীর বাইরেও আবর্জনার স্তূপ থাকলে তা ঠিক ভাবে ঢেকে রাখতে হবে। আবর্জনা জমতে না দিয়ে সরিয়ে ফেললে মাছির উপদ্রব অনেকটাই কমে যায়। মাছি সাধারণত আবর্জনার স্তূপেই ডিম পাড়ে। তাই আবর্জনা বাড়ির আশেপাশে জমতে না-দেওয়াই ভালো। এর ফলে মাছির প্রজনন ও বংশবিস্তার কমবে। আবার বাড়িতে আবর্জনা ফেলার যে ডাস্টবিন থাকে, সেটিও ঢাকা দিয়ে রাখবেন।
৩. প্রতিদিন খুব ভালোভাবে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন। ফ্রিজের তলা বা আশপাশ পরিষ্কার রাখুন, যাতে এই সব স্থানে কোনও ভাবেই খাবারের কনা পড়ে না-থাকে বা পাকা ফলের রস পরে থেকে মাছিদের উপদ্রব ডেকে না আনতে পারে। রান্নাঘরে গ্যাস ওভেনের ওপরেও রান্না করার সময় খাবার-দাবার পড়ে যায়। এই সমস্ত স্থানই মাছিদের ডেকে এনে থাকে। অতএব প্রতিবারের রান্নার পরে গ্যাস ওভেন পরিষ্কার করতে ভুলবেন না। এ ছাড়া বাসন মাজার ভেজা স্কচ বাইট বা স্পঞ্জ, ঘর মোছার কাপড়, রান্নাঘর থেকে তফাতে রাখুন। ফলের রস বা মিষ্টি খাবারের পাত্র সঙ্গে সঙ্গেই ধুয়ে নিন।
৫. মাছি দূর করা ও মেরে ফেলাতে হাতের খুব কাছের এক জিনিস ভীষণ কার্যকর যার ব্যাপারে খুব কম মানুষই জানেন। তা হল কাগজের চোঙা। কোনো লম্বা আকারের জলের পাত্র নিন বা একটি ফুলদানি নিন। এর ভেতর এমন কোনও তরল পদার্থ নিন যাতে মাছি আকৃষ্ট হয়। এর পর কাগজ দিয়ে চোঙা বানিয়ে ওই পাত্রে রাখুন। তরল পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে মাছিগুলি কাগজের চোঙা দিয়ে তরলের ভিতর ঢুকে তো যাবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। মাছি প্রজনন করে এমন স্থানে ফাঁদ পাতুন।